করোনা সামাল দিতে হিমশিম খাওয়া স্বাস্থ্যখাতে ৩ হাজার জনবল নিয়োগ

মহামারি করোনাভাইরাসের মোকাবেলায় হিমশিম খাওয়া স্বাস্থ্যখাতে গতিশীলতা আনতে মেডিকেল টেকনোলজিস্টসহ তিন হাজার জনবল নিয়োগ দিচ্ছে সরকার।
সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
সেখানে দ্রুততম সময়ের মধ্যে ১ হাজার ২০০ জন মেডিকেল টেকনোলজিস্ট, ১ হাজার ৬৫০ জন মেডিকেল টেকনিশিয়ান ও ১৫০ টি পদে কার্ডিওগ্রাফার নিয়োগের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিয়োগ সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়, "দেশে কোভিড-১৯ সংক্রমণ দেখা দেওয়ায় আক্রান্ত রোগীর সেবা প্রদানের লক্ষ্যে রোগের পরীক্ষা, স্যাম্পল কালেকশন বিদ্যমান মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানের মাধ্যমে সম্ভব নয়। তাই কাজের গতিশীলতার জন্য ৩০০০টি পদ সৃষ্টি করা হলো।"