নেইমারকে ছাড়া ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ, পর্তুগালের লক্ষ্য শেষ ষোল

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়ার সাথে ২-০ গোলের জয় ব্রাজিলকে স্বস্তিতে রেখেছে। তাই সুইসদের সাথে জিতলে নক আউট পর্বে যাওয়ার পথটা পরিষ্কার। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে ইনজুরিতে পড়েছেন নেইমার। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিশ্চিত করতে নেইমারকে ছাড়াই খেলতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
নেইমারের সতীর্থ মার্কুইনোস বলেন, "ঠিক এই সময়ে এসে ইনজুরিতে পড়া নেইমারের জন্য খুবই কষ্টের ব্যাপার। এতদিনের স্বপ্ন এক নিমিষে তা নষ্ট হতে দেখলে ভেঙ্গে পড়াটাই স্বাভাবিক। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পাশাপাশি সে প্রতিদিন সাইকোথেরাপিও নিচ্ছে; এতেই বোঝা যায় দলে ফিরতে সে কতটা মরিয়া। আমরা জানিনা কতদিনে সে দলে ফিরে আসবে; কিন্তু আমরা বিশ্বাস করি নিশ্চয়ই সে দ্রুত দলের সাথে যোগ দিবে।"
আজ (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় দশমবারের মত আন্তর্জাতিক খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের দেখা হবে । এর আগে নয়টি খেলায় ব্রাজিল জয় পেয়েছে তিন ম্যাচে ; সুইজারল্যান্ড জিতেছে দুই ম্যাচে এবং বাকি চার ম্যাচ ড্র। বিশ্বকাপের আসরে ব্রাজিল ও সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছে দুইবার, ১৯৫০ বিশ্বকাপে ও ২০১৮ বিশ্বকাপে। দুটি ম্যাচই ড্র হয়েছে।
গ্রুপ এইচের লড়াইয়ে প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে রোনালদোর পর্তুগাল ৩-২ গোলে জয় পেয়েছে। এই ম্যাচে পেনাল্টি কিকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। ২৯ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ জিতলেই রাউন্ড সিক্সটিন নিশ্চিত করবে পর্তুগিজরা।
এদিকে সুইজারল্যান্ডের সাথে হেরেছে ক্যামেরুন। তাই শেষ ষোলর লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের সার্বিয়ার বিপক্ষে জিততেই হবে। সার্বিয়াও বিপাকে আছে; ব্রাজিলের সাথে ম্যাচের দিন ড্রেসিং রুমে বিতর্কিত পতাকা টাঙানোর অভিযোগে তদন্ত করছে ফিফা।
দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্টো বলেছেন ঘানার বিপক্ষে অন্যরকম সান হেং-মিনকে দেখার জন্য ফুটবল বিশ্ব যেন প্রস্তুত থাকে। ইনজুরি সারাতে কাতারে আসার আগে সানের বাম চোখে সার্জারি করতে হয়েছিলো।
"দলে ফিরে সানের সতীর্থদের সাথে সহজ হবার প্রয়োজন ছিলো, খেলার ছন্দে আসতে সময় প্রয়োজন, এরপর প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারবে পুরো দমে। দ্বিতীয় ম্যাচটি অন্যরকম হবে", বলেন বেন্টো।
গ্রুপ-ই তে স্পেনের সাথে জমজমাট এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে টিকে রয়েছে জার্মানি। স্পেনের আলভারো মোরাতার গোলে জার্মানরা চাপে পড়ে গিয়েছিলো। বদলি খেলোয়াড় হয়ে নামা নিকোলাস ফুয়েলক্রুগের গোলে স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে কোনওরকমে টুর্নামেন্টে বেঁচে আছে জার্মানরা।
প্রথম ম্যাচে জাপানের কাছে পরাজয়ের পর, স্পেনের বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার ভয়টা জার্মানির ছিলো। কিন্তু কোস্টারিকা জার্মানির বিশ্বকাপ মিশন টিকিয়ে রেখেছে। স্পেনের কাছে ৭-০ গোলে হেরে জাপানের সাথে ১-০ গোলে জয় পেয়েছে কোস্টারিকা। এবার কোস্টারিকাকে হারাতে পারলে গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় পর্বে যাবার সমীকরণটা বাঁচা-মরার লড়াই। তবে জাপান যদি স্পেনকে হারিয়ে দেয় সেখানেও বিপত্তি আছে জার্মানের।
তাই জার্মানির দলপতি নয়্যার বলেন, "এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এখনো বিশ্বকাপে টিকে আছি। পরের ম্যাচে সেরাটা খেলতে হবে আমাদের।"
গ্রুপ- এফে গতকালের ম্যাচে মরক্কোর কাছে হেরেছে বেলজিয়াম। কাতার বিশ্বকাপে বেলজিয়ামের শেষ ষোলর যাওয়ার লড়াইটা একটু কঠিন করে দিয়েছে মরক্কো। কানাডার বিপক্ষে জয়ের পর মরক্কোর বিপক্ষে জয় পেলেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যেত বেলজিয়ামের। এক জয় এবং এক হার নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে বেলজিয়াম। ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে হবে বেলজিয়ামের। জার্মানির বিপক্ষে ড্র করলেই ক্রোয়েশিয়া দ্বিতীয় পর্ব নিশ্চিত করবে।
সূত্র: এনডিটিভি
অনুবাদ: মাহমুদুল হাসান সাফিন