ব্রাজিলে লেডি গাগার ফ্রি কনসার্টে এসেছিলেন ২০ লাখেরও বেশি মানুষ!

ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে পপ তারকা লেডি গাগার একটি ফ্রি কনসার্টে ২০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সিটি কর্পোরেশন। এটি লেডি গাগার জীবনের সবচেয়ে বড় কনসার্ট। খবর বিবিসি'র
রিও'র অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এই কনসার্ট আয়োজন করা হয়েছিল। এটি আয়োজনের খরচ বহন করে স্থানীয় সিটি কর্পোরেশন।
আয়োজকরা আশা করছেন, এই আয়োজন স্থানীয় অর্থনীতিতে প্রায় ১০ কোটি ডলার (প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড) আয় যোগ করবে।
শনিবারের এই পারফরম্যান্স ছিল লেডি গাগার অষ্টম অ্যালবাম মেহেম-এর প্রোমোশনাল ট্যুরের অংশ। এই অ্যালবামের গানের মধ্যে রয়েছে আব্রাকাডাব্রা এবং ডাই উইথ আ স্মাইল-এর মতো ট্র্যাক।
সর্বশেষ ২০১২ সালে ব্রাজিলে পারফর্ম করেছিলেন গাগা।

লেডি গাগার 'লিটল মনস্টারস' নামে পরিচিত কয়েকজন ভক্ত সমুদ্র সৈকতে প্রবেশের জন্য খুব ভোরে লাইনে দাড়ান।
এই কনসার্ট ঘিরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রায় ৫ হাজার পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন এবং দর্শনার্থীদের প্রবেশপথে মেটাল ডিটেক্টর রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ড্রোন ও ফেশিয়াল রিকগনিশন ক্যামেরারও ব্যবহার করে।
লেডি গাগা অবশ্য রিওতে ফ্রি কনসার্টে অংশ নেওয়া প্রথম শিল্পী নন।
এর আগে ২০২৪ সালের মে মাসে ম্যাডোনা কোপাকাবানা সৈকতে একটি কনসার্ট করেছিলেন। ওই কনসার্টের খরচও শহর কর্তৃপক্ষ বহন করেছিল।
ব্রাজিলের পতাকা মেলে ধরতে ধরতে আবেগাপ্লুত কণ্ঠে ভক্তদের উদ্দেশে লেডি গাগা বলেন, 'আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন, ১০ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছেন।'
তিনি আরও বলেন, 'ব্রাজিল, আমি প্রস্তুত। আমি আমার সবটুকু উজাড় করে দেবো।'
কনসার্টে লেডি গাগা ব্রাজিলের থিমে পোশাক পরে মঞ্চে ওঠেন।

এদিন আলেজান্দ্রো, পোকার ফেস এবং অ্যাব্রাকাডাব্রা-সহ গাগার জনপ্রিয় হিটগানগুলোর সঙ্গে গলা মিলিয়েছেন হাজার হাজার দর্শক।
সৈকতের বিভিন্ন স্থানে স্থাপন করা বিশাল স্ক্রিনে ভক্তরা গান উপভোগ করেন। পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এসেছিলেন এই বিশাল আয়োজন উপভোগ করতে।
লুয়ান মেসিয়াস (২৮) নামের একজন দর্শক জানান তিনি পাশের সাও পাওলো রাজ্যের ইতানহেম শহর থেকে সারারাত বাসে চড়ে এসেছেন।
অপর ভক্ত ২২ বছর বয়সী আলিশা দুয়ার্তে এএফপিকে জানান, তিনি সকাল ৭টা ৪০ মিনিটে লাইনে দাঁড়িয়েছেন।
অন্যদিকে কনসার্টে যোগ দিতে যাওয়া লায় বোর্হেস রয়টার্সকে বলেন, 'এটা হবে এক অবিস্মরণীয় শো। খুব আবেগঘন হবে, আর আমি অনেক কাঁদব।'
কনসার্টের শেষের দিকে লেডি গাগা ভক্তদের উদ্দেশে বলেন, 'আমরা মনস্টার, আর মনস্টার কখনও মরে না।'
এরপর তিনি তার সবচেয়ে জনপ্রিয় গান ব্যাড রোমান্স দিয়ে কনসার্ট শেষ করেন।