আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
বাংলাদেশে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিলের পরে গ্রাহকদের টিকিটের টাকা ফেরত না দেওয়ায় অভিযোগে চলঘুরি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমি ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে ব্যারিস্টার আহসান হাবিব ভুইঁয়া মামলাটির আবেদন দায়ের করেন৷
এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গোয়েন্দা সংস্থার ডিবিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন, মেইন স্টেইজ ইনকের স্বত্বাধিকারী কাজী রাফসান, মারভেলের প্রতিষ্ঠাতা ব্রিতি সাবরিন খান, চলঘুরি লিমিটেড এবং চলঘুরি লিমিটেড ম্যেনেজিং ডাইরেক্টর আসিফ ইকবাল।
মামলার বাদী ব্যারিস্টার আহসান হাবিব ভুইঁয়া এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর আতিফ আসলামের কনসার্টের কথা জানিয়ে 'মেইন স্টেইজ ইনক' নামে একটি ফেসবুক পেইজে বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে বিভিন্ন ক্যাটাগরির টিকিট ছাড়া হয়।
আরও জানা গেছে, মামলার বাদী গত ১৯ নভেম্বর কনসার্টের পাঁচটি টিকিট বাবদ ২৮ হাজার ৮৪৪ টাকা দেন। পরবর্তীতে, এই মামলার আরও ৬ জন সাক্ষী ২৫ ও ২৭ তারিখে ৫ থেকে ২৩ হাজার টাকা মূল্যের মধ্যে থাকা বিভিন্ন দামের ছয়টি টিকিট কেনেন। গত ১২ ডিসেম্বর মামলার আসামিরা তাদের ফেইসবুক পেইজে ঘোষণা দেন, সরকারের অনুমতি না পাওয়ায় তারা কনসার্ট স্থগিত করেছেন। মামলায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল।
কিন্তু এর আগেই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সংগীতশিল্পী আতিফ আসলাম জানান, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করা না যাওয়ায় তারা কনসার্টে অংশ নিতে পারছেন না। বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব নয়।
এদিকে, কনসার্ট বাতিলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি আয়োজকেরা।
