সোহরাওয়ার্দীতে যুবলীগের সমাবেশ: রাজধানীতে যান চলাচল স্থবির

সোহরাওয়ার্দী উদ্যানে আজ যুবলীগের সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ায় দুপুর থেকে রাজধানীতে প্রচন্ড যানজট দেখা দিয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আজ সকাল থেকেই যুবলীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করে সমাবেশস্থলে জড়ো হতে থাকে।
সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকেও নেতাকর্মীরা ঢাকায় এসেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকাগুলোতে যুবলীগের নেতাকর্মীদের উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে।
ফলে বিভিন্ন স্থানে বিশেষ করে শাহবাগ থেকে হাইকোর্ট হয়ে বাংলা একাডেমি পর্যন্ত সড়ক এবং রমনা থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ইউনিফর্ম ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপি ট্রাফিক জোন (রমনা) এর সহকারী কমিশনার রেফাতুল ইসলাম টিবিএসকে বলেন যে তারা ইতিমধ্যে কিছু রুটে ট্রাফিক চলাচল স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছেন এবং শুক্রবার হওয়ায় তিনি আশা করছেন বড় কোনো সমস্যা হবে না।
সমাবেশে যোগ দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে রাতের ট্রেনে ঢাকায় আসেন যুবলীগ নেতা কাইয়ুম বক্স ও সবুজ আহমদ। যুবলীগের সমাবেশে অংশ নিতে এসেছেন বলে জানান তারা।
যুবলীগ নেতারা বলছেন, মহাসমাবেশে দেশের ৬৪টি জেলার অন্তত ১০ লাখ নেতা-কর্মী এসেছে।