মে দিবসে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, ভার্চ্যুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সমাবেশে যুক্ত হবেন। চলমান শ্রম পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করছে। সমাবেশে রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম ছড়িয়ে পড়ে নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকাতেও। এতে এসব সড়কে যান চলাচল একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়।
দুপুর ২টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়। তেলাওয়াত করেন বিএনপির ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফা।
এর আগে বেলা ১২টার পর থেকে সমাবেশ মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস।
এখন সমাবেশে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
এছাড়াও বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিক দলের বিভিন্ন ধরনের কর্মসূচি চলমান আছে।