আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০,০০০ টাকা জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনি এলাকায় প্রবেশের সময় নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে গাড়িবহর ও মোটরসাইকেল শোডাউন দেখা যায়। নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের জন্য এ ধরনের শোভাযাত্রা ও জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়।
জানতে চাইলে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং আচেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের শোভাযাত্রা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও বলেন, নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি ২০২৫ এর ধারা ২৭ এর অধীনে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে কঠোরভাবে আচরণবিধি মেনে চলার কথা বলা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন নাজমুল মোস্তফা আমিন। এছাড়াও তিনি শোভাযাত্রার কারণে জনসাধারণের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, শোভাযাত্রাটি পূর্ব পরিকল্পিত ছিল না। আমি শহর থেকে আমার নির্বাচনী এলাকা পরিদর্শন করতে আসছিলাম। আমার অনুরোধ সত্ত্বেও নেতা-কর্মী ও স্থানীয়রা আমাকে স্বাগত জানাতে বেরিয়ে এসেছিলেন। যার ফলে জনসাধারণের কিছু দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। আমি আমার এলাকার জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
