নির্বাচন অতো সহজ হবে না, ষড়যন্ত্র আরও খারাপ রূপ নিতে পারে: তারেক রহমান
ষড়যন্ত্র এখনো থামেনি এবং তা সামনে আরও খারাপ রূপ নিতে পারে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সাম্প্রতিক হামলা ও ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে নির্বাচন অতো সহজ হবে না। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় সারাদেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, 'গতকাল [ওসমান হাদির ওপর হামলা] অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে একটি মহল। এর কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর ওপর একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো দিয়ে কেউ কোনো ফায়দা লোটার চেষ্টা করছে। আমাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে এরকম একটি সংগঠন, ভবিষ্যতেও তারা একদম লাগামছাড়া সমালোচনা করবে আমাদের।'
দেড় বছর আগের সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 'আমি আগেই বলেছিলাম নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, সব কিছু মিলিয়ে প্রমাণিত হচ্ছে যে আমার কথা সত্য হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরও খারাপ রূপ হতে পারে।'
'আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদেরকে মানুষদের সাহস দিতে হবে, আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে', বলেন তিনি।
ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দলের ঐক্যের ওপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, 'আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে বলছি? প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন, ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে, প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, প্রত্যেকবার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে।'
'আমরা যত ঐক্যবদ্ধ হবো, আমরা যত সামনে এগিয়ে আসবো, আমরা যত পরিস্থিতি তৈরি করবো যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে', যোগ করেন তিনি।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ। তাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। এর কোনো বিকল্প নেই। আসুন তিনটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। ইনশাল্লাহ আমি পাবো। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে।'
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে 'দেশ গড়ার পরিকল্পনা'র সপ্তাহব্যাপী কর্মসূচির আজ সমাপনী অনুষ্ঠান হয়। এতে সারা দেশ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন।
কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় এই কর্মশালা হয়।
