ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য এখন যুক্তরাষ্ট্র নির্ধারণ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলায় আর কাউকে আগের মতো শাসনব্যবস্থা বজায় রাখতে দেওয়া হবে না।
শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'মাদুরোর আটকের পর ভেনেজুয়েলার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে। মাদুরো যেখানে শেষ করেছেন, সেখান থেকে অন্য কাউকে পুনরায় একই কায়দায় ক্ষমতা দখল করতে দেবে না যুক্তরাষ্ট্র।'
ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, 'আমরা ভেনেজুয়েলার তেল শিল্পে খুবই জোরালোভাবে যুক্ত হতে যাচ্ছি। আমাদের বিশ্বের সেরা এবং বৃহত্তম তেল কোম্পানিগুলো রয়েছে; আমরা সেখানে খুব বড় আকারে বিনিয়োগ ও কার্যক্রম শুরু করব।'
মাদুরোকে আটকের এই সামরিক অভিযানকে বিশ্ব রাজনীতির জন্য একটি কঠোর বার্তা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, 'এই অভিযান একটি পরিষ্কার সংকেত যে, আমাদের কেউ ঠেলে সরিয়ে দিতে পারবে না।'
পুরো অভিযানের দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি পুরো অপারেশনটি এমনভাবে দেখছিলাম যেন কোনো টেলিভিশন শো দেখছি। অভিযানের গতি এবং এর ভয়াবহতা ছিল অবিশ্বাস্য।'
ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প জানান, ওয়াশিংটন এখন খতিয়ে দেখছে যে দেশটির বিরোধী দলীয় নেতার হাতে ক্ষমতা তুলে দেওয়া উচিত কি না। তবে তিনি এও স্বীকার করেন যে, বর্তমানে সেখানে একজন ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন।
আটকের সময় মাদুরোর অবস্থান সম্পর্কে ট্রাম্প বলেন, 'তাকে একটি অত্যন্ত সুরক্ষিত 'দুর্গ' থেকে ধরা হয়েছে। অভিযানে আমাদের কয়েকজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারা ফিরে এসেছেন এবং এখন আশঙ্কামুক্ত রয়েছেন।'
নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়েছে এবং তাদেরকে বিচারের জন্য নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বলে ট্রাম্প নিশ্চিত করেছেন।
