Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
January 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JANUARY 16, 2026
ট্রাম্পের দাবি ভেনেজুয়েলা আমেরিকার তেল চুরি করেছে! কিন্তু আসল ঘটনা কী?

আন্তর্জাতিক

সিএনএন
06 January, 2026, 06:25 pm
Last modified: 06 January, 2026, 06:22 pm

Related News

  • ভেনেজুয়েলার চাবিকাঠি এখন ট্রাম্পের হাতে, মন গলাতে মরিয়া মাচাদো ও রদ্রিগেজ
  • গ্রিনল্যান্ড কিনতে যুক্তরাষ্ট্রের খরচ হতে পারে ৭০০ বিলিয়ন ডলার; ৮০ শতাংশ আমেরিকানই কিনতে চায় না
  • 'রেজা পাহলভি ভালো মানুষ, তবে ইরানের জনগণ তাকে নেতা হিসেবে মেনে নেবে কি না সন্দেহ আছে': ট্রাম্প
  • ট্রাম্প হামলা চালালে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের
  • গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো ‘আরও দুর্দান্ত’ হবে: ট্রাম্প

ট্রাম্পের দাবি ভেনেজুয়েলা আমেরিকার তেল চুরি করেছে! কিন্তু আসল ঘটনা কী?

রবিবার রাতে ট্রাম্প বলেন, ‘তেল কোম্পানিগুলো সেখানে গিয়ে তাদের সিস্টেম পুনর্নির্মাণ করবে। এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় চুরি। আমাদের সম্পত্তি এভাবে কেউ কখনো চুরি করেনি। তারা আমাদের তেল নিয়ে গেছে। আমাদের অবকাঠামো দখল করেছে এবং এখন সব পচে নষ্ট হয়ে গেছে।’
সিএনএন
06 January, 2026, 06:25 pm
Last modified: 06 January, 2026, 06:22 pm
ভেনেজুয়েলার পুয়ের্তো কাবেয়োতে এল পালিটো রিফাইনারি অতিক্রম করে যানবাহনগুলো যাচ্ছে।ছবি: মাতিয়াস দেলাক্রুয়া/এপি।

ভোর ৭টা। হঠাৎ করে কেঁপে উঠল মাটি। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড শব্দে মাটি ফুঁড়ে বের হলো তেলের ফোয়ারা। লা রোসা গ্রামের আতঙ্কিত মানুষ দেখল, ২০০ ফুট উঁচুতে উঠে যাচ্ছে সেই তেলের স্রোত।

পৃথিবীর সবচেয়ে উৎপাদনশীল তেলের খনি আবিষ্কৃত হলো এভাবেই। সেই সঙ্গে শুরু হলো ভেনেজুয়েলার তেল-সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের গল্প।

১৫ শতকে স্প্যানিশ অভিযাত্রীরা দেখেছিলেন, ভেনেজুয়েলার আদিবাসীরা আগুন জ্বালানো এবং নৌকা মেরামতের কাজে এক ধরনের তেল ব্যবহার করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগে বিদেশি তেল কোম্পানিগুলো এই অঞ্চলের তেলের মজুদ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। যুদ্ধের সময় জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় এবং পশ্চিমা দেশগুলো তেলের ঘাটতির শঙ্কায় নড়েচড়ে বসে।

রয়্যাল ডাচ শেলের সহযোগী প্রতিষ্ঠান 'ভেনেজুয়েলান অয়েল কনসেশনস' (ভিওসি) ১৯১০-এর দশকে এই অঞ্চলে জরিপ চালায়। কিন্তু খুব একটা সফলতা আসেনি। ১৯২২ সালের ৩১ জুলাই তারা এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। চার বছর আগে 'লস বারোসোস-২' নামে যে কূপটি তারা খনন করে পরিত্যক্ত ঘোষণা করেছিল, সেটি আবারও খোঁড়ার সিদ্ধান্ত হয়।

মাস কয়েক ধরে খনন চলে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ১ হাজার ৪৫০ ফুট গভীরে যাওয়ার পর তেলের বালু পাওয়া যায়। তারপর ১৪ ডিসেম্বর সেই ঐতিহাসিক বিস্ফোরণ। টানা এক সপ্তাহ ধরে মাটি ফুঁড়ে বের হতে থাকে তেল।

এটি ছিল এক বড় পরিবেশগত বিপর্যয়। কিন্তু এই ঘটনাই ভেনেজুয়েলাকে অবিশ্বাস্য সম্পদ, বড় ধরনের পতন এবং রাজনৈতিক অস্থিরতার এক শতাব্দী প্রাচীন পথে ঠেলে দেয়। সেই পথের শেষেই গত শনিবার মার্কিন বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও ভেনেজুয়েলার তেলের ওপর তাদের আধিপত্য ফিরে পেতে পারে।

অনিশ্চিত ভবিষ্যৎ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় সাম্প্রতিক সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল দেশটির তেল খাতকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা এবং মার্কিন তেল কোম্পানিগুলোকে সেখানে কাজ করার সুযোগ দেওয়া।

রবিবার রাতে ট্রাম্প বলেন, 'তেল কোম্পানিগুলো সেখানে গিয়ে তাদের সিস্টেম পুনর্নির্মাণ করবে। এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় চুরি। আমাদের সম্পত্তি এভাবে কেউ কখনো চুরি করেনি। তারা আমাদের তেল নিয়ে গেছে। আমাদের অবকাঠামো দখল করেছে এবং এখন সব পচে নষ্ট হয়ে গেছে।'

২০২৩ সালে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রপ্তানি কোন দেশে কত শতাংশ হয়েছে। ছবি: সিএনএন

তবে কাজটি সহজ হবে না। আরবিসি ক্যাপিটাল মার্কেটস-এর হেলিমা ক্রফট বলেন, 'শ্যাভেজ ও মাদুরো সরকারের আমলে দশকের পর দশক ধরে দেশটির যা ক্ষতি হয়েছে, তা পূরণ করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।'

ক্রফট আরও জানান, ট্রাম্পের লক্ষ্য পূরণ করতে হলে মার্কিন তেল কোম্পানিগুলোকে প্রায় সরকারের মতো ভূমিকা পালন করতে হবে। তেল নির্বাহীদের মতে, এর জন্য বছরে ১০ বিলিয়ন ডলার খরচ হতে পারে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর হিসাবেও দেখা যায়, গত ৫০ বছরে তাদের পাইপলাইনগুলোর কোনো সংস্কার হয়নি। আগের মতো উৎপাদনে ফিরতে অবকাঠামো ঠিক করতে ৫৮ বিলিয়ন ডলার প্রয়োজন।

আরেকটি বড় সমস্যা হলো, পিডিভিএসএ কয়েক দশক ধরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ভেনেজুয়েলার তেল অবকাঠামো রক্ষা করতে মার্কিন সেনাবাহিনীকে দীর্ঘ সময় সেখানে থাকতে হতে পারে।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে। তবে কোম্পানিগুলো দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত এবং বিনিয়োগে খুব একটা আগ্রহী নয়।

কৌশলগত গুরুত্ব

১৯২৯ সালের মধ্যে ভেনেজুয়েলা কৃষিভিত্তিক অর্থনীতি থেকে তেলভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। ১০০টিরও বেশি বিদেশি তেল কোম্পানি সেখানে ব্যবসা শুরু করে। যুক্তরাষ্ট্রের পর ভেনেজুয়েলা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়।

তৎকালীন একনায়ক জেনারেল হুয়ান ভিসেন্তে গোমেজ বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু দেশের মানুষ এর সুফল পায়নি। স্ট্যান্ডার্ড অয়েল, শেল ও গালফের মতো বড় কোম্পানিগুলো দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণ করত।

ভেনেজুয়েলার সাবেক রাজনীতিবিদ এবং প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজ (১৯২২ - ২০১২) এবং তার স্ত্রী ব্লাঙ্কা রদ্রিগেজ (১৯২৬ - ২০২০)।ছবি: অব্রে হার্ট/ইভনিং স্ট্যান্ডার্ড।

১৯৩৫ সালে গোমেজের মৃত্যুর পর তার উত্তরসূরিরা সংস্কারের উদ্যোগ নেন। ১৯৪৩ সালে হাইড্রোকার্বন আইন পাস হয়, যার ফলে বিদেশি কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশের অর্ধেক সরকারকে দিতে বাধ্য করা হয়।

কোম্পানিগুলো তা মেনে নেয়, কারণ ভেনেজুয়েলার তেলের মান ছিল অনন্য। তাদের ভারী ও সস্তা অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রের শিল্পের জন্য ডিজেল, হিটিং অয়েল ও অ্যাসফল্ট তৈরিতে খুবই উপযোগী ছিল।

গণতন্ত্র ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

১৯৫৩ সালে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র একে শুভলক্ষণ হিসেবে দেখে। ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রোমুলো বেটানকোর্টকে দক্ষিণ আমেরিকায় 'আমেরিকার সেরা বন্ধু' হিসেবে অভিহিত করেন।

কিন্তু ১৯৬০ সালে ভেনেজুয়েলা ওপেক-এর প্রতিষ্ঠাতা সদস্য হলে সমীকরণ বদলে যায়। দেশটি রাষ্ট্রীয় তেল করপোরেশন গঠন করে এবং বিদেশি কোম্পানিগুলোর লভ্যাংশের ৬৫ শতাংশ দাবি করে। তবুও ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল সরবরাহকারী।

১৯৭৬ সালে প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজ তেল শিল্প জাতীয়করণের জন্য পিডিভিএসএ প্রতিষ্ঠা করেন। বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে ৬০ শতাংশ মালিকানা নিজেদের হাতে রাখে পিডিভিএসএ।

ভেনেজুয়েলার পুয়ের্তো কাবেয়োর কাছে এল পালিটো তেল শোধনাগারের পাশে মানুষজন সাঁতার কাটছে, সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪।ছবি: মাতিয়াস দেলাক্রুয়া/এপি।

১৯৮০-এর দশকে তেলের দাম কমে গেলে ভেনেজুয়েলা সংকটে পড়ে। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের সিটগো রিফাইনারি কেনার ফলে ঋণের বোঝা বাড়ে। প্রেসিডেন্ট পেরেজের কৃচ্ছ্রসাধন নীতি জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে, যা শেষ পর্যন্ত হুগো শ্যাভেজের উত্থানের পথ তৈরি করে।

শ্যাভেজ, মাদুরো এবং পতন

১৯৯৯ সালে ক্ষমতায় এসে শ্যাভেজ ভেনেজুয়েলাকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন। তিনি এক্সন মবিল ও কনোকো ফিলিপসসহ বিদেশি কোম্পানিগুলোর সম্পদ জাতীয়করণ করেন। পিডিভিএসএ-এর নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এবং এর আয়কে সেনাবাহিনীর এটিএম মেশিন হিসেবে ব্যবহার করেন। ফলে দক্ষ কর্মীরা দেশ ছাড়তে শুরু করে এবং অবকাঠামো ধসে পড়ে।

২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর মাদুরো ক্ষমতায় আসেন। এক বছর পর তেলের দাম কমে গেলে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে। শুরু হয় মুদ্রাস্ফীতি ও গণদেশান্তর।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার তেল শিল্পের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। ২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আসছে। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন পিডিভিএসএ থেকে তেল আমদামি পুরোপুরি বন্ধ করে দেয়। বাইডেন কিছু ক্ষেত্রে ছাড় দিলেও ট্রাম্প তা আবার বাতিল করেন।

বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বিশ্ব উৎপাদনের মাত্র ০.৮ শতাংশ। মাদুরো ক্ষমতায় আসার আগে যা ছিল এর দ্বিগুণেরও বেশি।

Related Topics

টপ নিউজ

ভেনেজুয়েলা / ভেনেজুয়েলায় মার্কিন আক্রমণ / তেল / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াত ও শরিকদের ২৫০ আসনে সমঝোতা, ইসলামী আন্দোলনের জন্য রাখা হলো ৫০; ঘোষণা রাতে
    জামায়াত ও শরিকদের ২৫০ আসনে সমঝোতা, ইসলামী আন্দোলনের জন্য রাখা হলো ৫০; ঘোষণা রাতে
  • ফাইল ছবি: টিবিএস
    ‘বেসরকারি খাতের দৌরাত্ম্য কমাতে’ ও বাজার স্থিতিশীল করতে এলপিজি আমদানি করবে সরকার
  • গত বছর ১৫ মার্চ গ্রিনল্যান্ডের নুউকে অবস্থিত মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। ছবি: এএফপি
    গ্রিনল্যান্ড কিনতে যুক্তরাষ্ট্রের খরচ হতে পারে ৭০০ বিলিয়ন ডলার; ৮০ শতাংশ আমেরিকানই কিনতে চায় না
  • ছবি: কুর্দি মানবাধিকার সংস্থা ‘হেনগাউ’
    বিক্ষোভে আটক, ২ দিনের বিচারে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে স্থগিত; কে এই ইরানি তরুণ এরফান সোলতানি?
  • ছবি: এপি
    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর তৎপরতা; আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি
  • ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। ছবি: রয়টার্স
    অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের ২ লাখ সেনা, খোঁজ মিলছে না; নিয়োগ এড়িয়ে চলছেন আরও ২০ লাখ

Related News

  • ভেনেজুয়েলার চাবিকাঠি এখন ট্রাম্পের হাতে, মন গলাতে মরিয়া মাচাদো ও রদ্রিগেজ
  • গ্রিনল্যান্ড কিনতে যুক্তরাষ্ট্রের খরচ হতে পারে ৭০০ বিলিয়ন ডলার; ৮০ শতাংশ আমেরিকানই কিনতে চায় না
  • 'রেজা পাহলভি ভালো মানুষ, তবে ইরানের জনগণ তাকে নেতা হিসেবে মেনে নেবে কি না সন্দেহ আছে': ট্রাম্প
  • ট্রাম্প হামলা চালালে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের
  • গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো ‘আরও দুর্দান্ত’ হবে: ট্রাম্প

Most Read

1
জামায়াত ও শরিকদের ২৫০ আসনে সমঝোতা, ইসলামী আন্দোলনের জন্য রাখা হলো ৫০; ঘোষণা রাতে
বাংলাদেশ

জামায়াত ও শরিকদের ২৫০ আসনে সমঝোতা, ইসলামী আন্দোলনের জন্য রাখা হলো ৫০; ঘোষণা রাতে

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘বেসরকারি খাতের দৌরাত্ম্য কমাতে’ ও বাজার স্থিতিশীল করতে এলপিজি আমদানি করবে সরকার

3
গত বছর ১৫ মার্চ গ্রিনল্যান্ডের নুউকে অবস্থিত মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড কিনতে যুক্তরাষ্ট্রের খরচ হতে পারে ৭০০ বিলিয়ন ডলার; ৮০ শতাংশ আমেরিকানই কিনতে চায় না

4
ছবি: কুর্দি মানবাধিকার সংস্থা ‘হেনগাউ’
আন্তর্জাতিক

বিক্ষোভে আটক, ২ দিনের বিচারে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে স্থগিত; কে এই ইরানি তরুণ এরফান সোলতানি?

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর তৎপরতা; আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি

6
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের ২ লাখ সেনা, খোঁজ মিলছে না; নিয়োগ এড়িয়ে চলছেন আরও ২০ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net