একনজরে ২০২৫ সালের সেরা ১০ ভিডিও গেম
এবছর সেরা ১০টি গেমের তালিকা চূড়ান্ত করা ছিল সবচেয়ে কঠিন। ভিডিও গেমের জন্য এটি ছিল দুর্দান্ত একটি বছর। কঠিন অ্যাকশন গেম থেকে শুরু করে উদ্ভাবনী পাজল গেম—সবই ছিল। এত সব গেম থেকে সেরাদের বেছে নেওয়াটা ছিল বেশ চ্যালেঞ্জিং।
তালিকায় থাকা ১০টি গেমের মধ্যে মাত্র একটি বড় বাজেটের। এতেই বোঝা যায়, সৃজনশীল নতুন ধারণাগুলো মূলত আসছে স্বাধীন (ইনডিপেনডেন্ট) ডেভেলপারদের কাছ থেকেই। নির্দিষ্ট ঘরানার গেম তৈরির স্বাধীনতা তাদের থাকে। খরচ তোলার জন্য তাদের লাখ লাখ গেমারদের কাছে পৌঁছানোর চাপ থাকে না।
রিমেক বা রিমাস্টার গেমগুলোকে এই তালিকায় রাখা হয়নি। তাই 'দ্য লেজেন্ড অফ হিরোজ: ট্রেইলস ইন দ্য স্কাই' এবং 'ফাইনাল ফ্যান্টাসি ট্যাকটিকস'-এর রি-রিলিজগুলো বাদ পড়েছে। কোনো নির্দিষ্ট ক্রম ছাড়াই তালিকাটি দেওয়া হলো:
ব্লু প্রিন্স
- ডেভেলপার: ডগুবম্ব
- প্ল্যাটফর্ম: পিসি, প্লে-স্টেশন, এক্সবক্স, ম্যাক
এই গেমটি গেমারদের মনে গেঁথে থাকার মতো। 'ব্লু প্রিন্স' আপাতদৃষ্টিতে একটি স্ট্র্যাটেজি গেম মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে পাজল এবং দারুণ এক উপন্যাস। গেমের প্রেক্ষাপট বেশ আকর্ষণীয়। খেলোয়াড়কে এমন এক প্রাসাদে পাঠানো হবে, যার ঘরগুলো প্রতিদিন বদলে যায়। তবে গেমের আসল মজা এর গভীরে। প্রাসাদের জাঁকজমকপূর্ণ সজ্জার আড়ালে রয়েছে ফ্যাসিবাদ, রাজনৈতিক গোঁড়ামি ও গোপন রাজতন্ত্রের গল্প। প্রাসাদের একটি নোটে লেখা ছিল, 'এর কি কোনো শেষ নেই?'
দ্য রুটট্রিস আর ডেড
- ডেভেলপার: ইভিল ট্রাউট
- প্ল্যাটফর্ম: পিসি, ম্যাক
লজিক পাজল যাদের প্রিয়, এই গেমটি তাদের জন্য দারুণ উপভোগ্য হবে। খেলা শুরু করার পর থামা কঠিন। এখানে খেলোয়াড়কে 'রুটট্রি' পরিবারের ফ্যামিলি ট্রি সাজাতে হবে।
এক বিমান দুর্ঘটনায় এই ধনী ক্যান্ডি ব্যবসায়ী পরিবারের সবাই মারা যান। কে কার আত্মীয়, তা বের করতে ইন্টারনেটে ক্লু খুঁজতে হবে। ম্যাগাজিন আর্টিকেল থেকে শুরু করে ষড়যন্ত্র তত্ত্বের ব্লগ—সব জায়গা থেকে তথ্য জোড়া লাগাতে হবে। বংশপরিচয় বের করার কাজ আগে এত মজার ছিল না।
হলো নাইট: সিল্কসং
- ডেভেলপার: টিম চেরি
- প্ল্যাটফর্ম: পিসি, প্লে-স্টেশন, এক্সবক্স, সুইচ
গেমটি বানাতে সাত বছর সময় লেগেছে। নির্মাতারা জানান, গেমের জটিল জগত আর অদ্ভুত সব পোকা মাকড় ডিজাইন করতে গিয়ে তারা এতটাই মজে ছিলেন যে কাজ থামাতেই চাননি।
গেমটি বেশ কঠিন, তবে আনন্দদায়ক। এর ডিটেইল বা খুঁটিনাটি কাজগুলো অসাধারণ। যেমন, একটি বিশাল যোদ্ধা পিঁপড়াকে মেরে ফেলার পর দেখা যাবে ছোট ছোট পিঁপড়ারা এসে মৃতদেহটি বয়ে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে গেমপ্লের কোনো সম্পর্ক নেই, তবে এটি একটি জীবন্ত ও বিপজ্জনক জগত ভ্রমণের অনুভূতি দেবে।
ডিসপ্যাচ
- ডেভেলপার: অ্যাডহক স্টুডিও
- প্ল্যাটফর্ম: পিসি, প্লে-স্টেশন, সুইচ (জানুয়ারি)
২০১০-এর দশকের শুরুর দিকে 'টেলটেল গেমস' আবেগঘন গল্পের গেম বানিয়ে নাম করেছিল। ২০১৮ সালে সেটি বন্ধ হয়ে যায়। তবে সেই দলেরই কয়েকজন মিলে তৈরি করেছেন 'ডিসপ্যাচ'।
এটি একদল সাবেক সুপারভিলেন বা খলনায়কের গল্প, যারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এই গেমে খেলার চেয়ে দেখার বিষয়ই বেশি। তবে এর চিত্রনাট্য ও পরিচালনা এতটাই চমৎকার যে অভিযোগের কোনো সুযোগ নেই।
অ্যাভাউড
- ডেভেলপার: অবসিডিয়ান এন্টারটেইনমেন্ট
- প্ল্যাটফর্ম: পিসি, এক্সবক্স
এই ফ্যান্টাসি রোল-প্লেয়িং গেমের সবকিছুই চমৎকার। এর গল্প, জগত এবং লড়াই—সবই দারুণ। তবে গেমটির 'এক্সপ্লোরেশন' বা জগত ঘুরে দেখার বিষয়টি সবচেয়ে আলাদা।
গেমের প্রতিটি এলাকা বেশ ঘন এবং আঁকাবাঁকা পথে ভরা। সবচেয়ে বড় কথা, গেমের চরিত্রটি বেশ চটপটে। সে অনেকটা সার্কাসের কসরতবাজের মতো লাফিয়ে সব বাধা পার হতে পারে।
দ্য হান্ড্রেড লাইন: লাস্ট ডিফেন্স একাডেমি
- ডেভেলপার: টু কিও গেমস
- প্ল্যাটফর্ম: পিসি, সুইচ
এই গেমটি ভালো না খারাপ, তা বলা কঠিন। এটি শেষ করতে ১৬৬ ঘণ্টার মতো সময় লাগতে পারে এবং এর ১০০টি ভিন্ন ভিন্ন সমাপ্তি আছে। খেলতে গিয়ে কখনো ভালো লাগা, কখনো বিরক্তি কাজ করতে পারে।
কিছু অংশ রোমাঞ্চকর, আবার কিছু অংশ একঘেয়ে। তবে গল্পের ব্যাপ্তি ও উচ্চাকাঙ্ক্ষার দিক থেকে এটি অন্য যেকোনো গেমের চেয়ে আলাদা। এটি খেলা মানে একসঙ্গে ২০টি সায়েন্স ফিকশন উপন্যাস পড়ার মতো অভিজ্ঞতা।
নুরিকাবে ওয়ার্ল্ড
- ডেভেলপার: হেমিস্কোয়ার
- প্ল্যাটফর্ম: পিসি, ম্যাক
ক্লান্তিকর দিনের পর বিশ্রামের জন্য এটি সেরা গেম। এটি অনেকটা 'মাইনসুইপার' এবং 'সুডোকু'র একটি শান্ত সংমিশ্রণ। নির্দিষ্ট শর্ত মেনে খেলোয়াড়কে দ্বীপের আকার দিতে হবে।
গেমটি খুব কঠিনও নয়, আবার খুব সহজও নয়। এর ৩০০টির মতো পাজল সমাধান করা বেশ আরামদায়ক।
দ্য সিয়েন্স অফ ব্লেক ম্যানর
- ডেভেলপার: স্পুকি ডোরওয়ে
- প্ল্যাটফর্ম: পিসি
কিছু গেম শুধু আবহ বা 'ভাইব'-এর জন্য খেলা উচিত। এটি তেমনই একটি মিস্ট্রি-হরর গেম। ১৮৯৭ সালের আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি এই গেমের কমিক-বুক স্টাইল একে আলাদা করেছে।
ইভলিন ডিন নামের এক নিখোঁজ নারীকে খুঁজতে খেলোয়াড়কে একটি প্রাসাদে পাঠানো হবে। সেখানে জড়ো হওয়া আধ্যাত্মিক বা সাইকিকদের জিজ্ঞাসাবাদ করার জন্য তিন দিন সময় পাওয়া যাবে। আইরিশ লোককথা সম্পর্কেও অনেক কিছু জানা যাবে এই গেমে।
স্ট্রেঞ্জ জিগসজ
- ডেভেলপার: এফএলইবি
- প্ল্যাটফর্ম: পিসি
এই গেম সম্পর্কে কিছু না পড়াই ভালো, সরাসরি খেলে দেখা যেতে পারে। এটি একটি ছোট ও পরাবাস্তব গেম।
এক পাগলাটে জিনিয়াসের মনের ভেতরে ভ্রমণের মতো অভিজ্ঞতা হবে। গেমটি মাথা গুলিয়ে দেওয়ার মতো।
ফ্যান্টাসি লাইফ আই: দ্য গার্ল হু স্টিলস টাইম
- ডেভেলপার: লেভেল ৫
- প্ল্যাটফর্ম: পিসি, সুইচ, এক্সবক্স, প্লে-স্টেশন
মাঝেমধ্যে রঙিন ও সাধারণ কাজের গেম খেলতে ভালোই লাগে। 'ফ্যান্টাসি লাইফ আই' এ ঘরানার খুব পছন্দের একটি গেম হয়ে উঠেছে। এতে ১৪টি পেশা বা 'লাইভস' বেছে নেওয়ার সুযোগ আছে।
যোদ্ধা বা জাদুকর হওয়া যাবে, আবার খনিশ্রমিক বা কাঠুরেও হওয়া সম্ভব। পৃথিবী ঘুরে দেখা, দানব মারা, গাছ কাটা বা ঘর সাজানো—সবই করা যায় এতে। টিভি দেখতে দেখতে আয়েশ করে খেলার জন্য এটি দারুণ।
