এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’

২০২৫ এমি অ্যাওয়ার্ডে হলিউড তারকারা গতকাল রোববার রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে তৈরি সিরিজ 'দ্য পিট' এবারের এমিতে সেরা টেলিভিশন ড্রামা বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। আর শো-বিজনেসকে ব্যঙ্গ করে নির্মিত কমেডি 'দ্য স্টুডিও' সেরা কমেডি হিসেবে স্বীকৃতি পায়।
এইচবিও সিরিজ 'দ্য পিট' অপ্রত্যাশিতভাবে জয়ী হয়, যেখানে অনেকে ভেবেছিলেন করপোরেট ক্ষমতাকে কেন্দ্র করে নির্মিত অতিপ্রাকৃত নাটক সেভারেন্স পুরস্কার জিতবে। কারণ, লস অ্যাঞ্জেলসে আয়োজিত এই রেড-কার্পেট অনুষ্ঠানে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল সেভারেন্স।
দ্য পিট তারকা নোয়া ওয়াইলি প্রথমবারের মতো এমি জিতেছেন। সেরা ড্রামা অভিনেতার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। এর আগে তিনি মেডিকেল ড্রামা ইআর-এ অভিনয়ের জন্য পাঁচবার মনোনীত হলেও কখনো এমি জিততে পারেননি।
মঞ্চে উঠে ওয়াইলি বলেন, 'ওয়াও। এটি সত্যিই স্বপ্নের মতো।' এরপর তিনি স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। তিনি যোগ করেন, 'আজ রাতে যে কেউ ডিউটিতে যাচ্ছেন বা শিফট শেষ করে ফিরছেন, আপনাদের ধন্যবাদ এই কাজের জন্য।'
অন্যদিকে দ্য স্টুডিও-এর তারকা ও সহ-পরিচালক সেথ রোজেনও প্রথমবারের মতো এমি জিতেছেন। তিনি সেরা কমেডি অভিনেতা বিভাগ দখল করেছেন। পাশাপাশি তিনি তার প্রযোজনা সহযোগী ইভান গোল্ডবার্গের সঙ্গে অ্যাপল টিভি প্লাসের এই শো-এর জন্য পরিচালনা ও চিত্রনাট্যের পুরস্কারও অর্জন করেছেন।
কমেডি সিরিজের ট্রফি হাতে নিয়ে সেথ রোজেন বলেন, 'এই পুরস্কার পেয়ে আমি যতটা খুশি হয়েছি, তা নিয়ে সত্যিই একটু লজ্জা লাগছে।'
দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট তার ১০ বছরের যাত্রায় প্রথমবারের মতো সেরা টক শো সিরিজের পুরস্কার জিতেছে।
এমি সম্প্রচারকারী নেটওয়ার্ক সিবিএস গত জুলাইয়ে আর্থিক কারণ দেখিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রোববার মঞ্চে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল কোলবার্ট তার কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, 'আমাদের লেট-নাইট ঐতিহ্যের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি সিবিএসকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি এই ধারা আরও দীর্ঘদিন ধরে চলবে।'
এর আগে একটি পুরস্কার প্রদানের সময় কৌতুক করে স্টিফেন কোলবার্ট বলেন, 'যেহেতু আপনাদের মনোযোগ এখন আমার দিকে, কেউ কি চাকরি দিচ্ছেন?'
নেটফ্লিক্সের ডার্ক সিরিজ 'অ্যাডোলেসেন্স'-এ এক কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। এটি জিতেছে সেরা লিমিটেড সিরিজের পুরস্কার।
সিরিজটির ১৫ বছর বয়সী তারকা ওয়েন কুপার সেরা সহ-অভিনেতা (লিমিটেড সিরিজ) হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন। তিনিই এই বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে কনিষ্ঠ বিজয়ী।
ইংরেজ এই অভিনেতা বলেন, কয়েক বছর আগে তিনি অভিনয়ের ক্লাস শুরু করেছিলেন। তার ভাষায়, 'যদি মন দিয়ে শোনো, মনোযোগ দাও এবং নিজের আরাম গণ্ডি থেকে বেরিয়ে আসো, তাহলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। আমি তো তিন বছর আগেও কিছুই ছিলাম না।'
অন্য পুরস্কারগুলোর মধ্যে এইচবিওর সামবডি সামহোয়্যার সিরিজে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতা (কমেডি) বিভাগে অপ্রত্যাশিতভাবে জিতেছেন জেফ হিলার। পুরস্কার গ্রহণের পর তিনি কৌতুক করে এইচবিও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'ঘাম ঝরানো, মধ্যবয়সী মানুষদেরকে ইউফোরিয়া-এর সেক্সি টিনেজারদের সঙ্গে একই নেটওয়ার্কে রাখার জন্য ধন্যবাদ।'
এছাড়া হ্যাকস সিরিজের তারকা জিন স্মার্ট ও হান্না আইনবাইন্ডার কমেডি বিভাগে যথাক্রমে সেরা অভিনেত্রী ও সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। সিরিজটিতে দেখানো হয়েছে এক কৌতুক অভিনেত্রীর কাহিনি, যিনি নিজের লেট-নাইট টক শো প্রচারকারী নেটওয়ার্কের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
এই ভূমিকায় এটি জিন স্মার্টের চতুর্থ এমি জয়। অন্যদিকে, হান্না আইনবাইন্ডারের জন্য এটি ছিল প্রথম এমি। যদিও তিনি এর আগে তিনবার মনোনীত হয়েছিলেন। আইনবাইন্ডার মজার ছলে বলেন, 'আমি নিজেকে বোঝাতে পেরেছিলাম যে হেরে যাওয়াটাই আসলে কুল।'
'এটাও দারুণ,' হাসিমুখে বলেন হান্না আইনবাইন্ডার। এরপর বক্তৃতা শেষ করেন 'ফ্রি প্যালেস্টাইন' বলে—যা ছিল সেদিনের অনুষ্ঠানে বিরল রাজনৈতিক মুহূর্তগুলোর একটি।
এবারের এমি অ্যাওয়ার্ডসে এইচবিও ও নেটফ্লিক্স সমান ৩০টি করে পুরস্কার জিতে শীর্ষে রয়েছে। অ্যাপল টিভি প্লাস জিতেছে ২২টি।
প্রায় ২৬ হাজার সদস্যের ভোটে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক এবং টেলিভিশন একাডেমির অন্যান্য সদস্য।
প্রথমবারের মতো এমি উপস্থাপনায় আসেন নেট বারগ্যাটজে। সিবিএসের সরাসরি সম্প্রচারের সময় তিনি পুরস্কারপ্রাপ্তদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার উৎসাহ দিতে একটি প্রণোদনা ঘোষণা করেন। কমেডিয়ান বারগ্যাটজে প্রতিশ্রুতি দেন, প্রতিটি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য ১ লাখ ডলার করে দান করা হবে একটি দাতব্য প্রতিষ্ঠানে। তবে সতর্ক করে দেন, ৪৫ সেকেন্ডের বেশি কথা বললে সেই অর্থ কমে যাবে।
অনুষ্ঠানের শেষে বারগ্যাটজে কৌতুক করে বলেন, অনেক দীর্ঘ বক্তব্যের কারণে তার দাতব্য তহবিল ঘাটতিতে চলে গেছে। তবে তিনি এবং সিবিএস মিলে 'বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবস অব আমেরিকা'-কে ৩ লাখ ৫০ হাজার ডলার দান করবেন বলে ঘোষণা দেন।