নিজের পুরস্কার ট্রাম্পকে দিতে চান মাচাদো; ‘ভাগাভাগি বা হাতবদল সম্ভব নয়’, জানাল নোবেল ইনস্টিটিউট
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। তার এমন মন্তব্যের পর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগাভাগি বা প্রত্যাহার করা সম্ভব নয়।
এক বিবৃতিতে ইনস্টিটিউটটি জানায়, নোবেল ফাউন্ডেশনের সংবিধি বা নীতিমালা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্তটি চূড়ান্ত এবং স্থায়ী, যেখানে কোনো আপিলের সুযোগ নেই। সংস্থাটি আরও জানিয়েছে, পুরস্কার প্রদানকারী কমিটিগুলো পুরস্কার পাওয়ার পর বিজয়ীদের কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করে না।
নরওয়েজিয়ান নোবেল কমিটি এবং নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শুক্রবার বলেছে, 'একবার নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার পর তা প্রত্যাহার করা, ভাগ করা বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।'
গত সোমবার ফক্স নিউজ-এ শন হ্যানিটির সাথে আলাপকালে মাচাদো বলেছিলেন, ট্রাম্পকে এই পুরস্কারটি প্রদান করা হবে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে একটি কৃতজ্ঞতাস্বরূপ কাজ। কারণ, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো—যিনি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়েছেন—তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা ছিল।
হ্যানিটি জিজ্ঞেস করেছিলেন, 'আপনি কি কোনো পর্যায়ে তাকে (ট্রাম্পকে) নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন? এটা কি সত্যিই ঘটেছে?' তিনি জবাবে বলেন, 'আসলে, এটি এখনও ঘটেনি।'
ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই পুরস্কার জেতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছেন এবং মাঝে মাঝে একে তাঁর কূটনৈতিক সাফল্যের সাথে যুক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি পরিকল্পিত বৈঠকে মাচাদো যদি তাকে এই পুরস্কারের প্রস্তাব দেন, তবে তিনি তা গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করবেন।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক সদস্য মাচাদোকে মাদুরো-পন্থী কর্তৃপক্ষ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়।
মাচাদো একজন বিকল্প প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন, যাকে ব্যাপকভাবে ভোটের বিজয়ী হিসেবে গণ্য করা হয়েছিল, যদিও মাদুরো নিজেই বিজয়ী হয়েছেন বলে দাবি করেছিলেন। স্বতন্ত্র পর্যবেক্ষকদের দ্বারা পরিচালিত ব্যালট নিরীক্ষায় সরকারি ফলাফলে ব্যাপক অনিয়ম ধরা পড়েছিল।
