সরকারি চাকরিজীবীরা 'খুশি হবেন' এমন পে-স্কেলের কথা জানালেন অর্থ উপদেষ্টা
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি: বাসস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, 'বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে।'
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এ কথা জানান তিনি।
বুধবার প্রতিবেদন জমা দেওয়ার সময় অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানসহ সব সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেবেন বলে জানান তিনি।
