এআইয়ের ভুল শনাক্তকরণে চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে মার্কিন কিশোরকে আটক পুলিশের
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ভুলের কারণে বন্দুকধারী সন্দেহে এক কিশোরকে হাতকড়া পরিয়েছে পুলিশ। কিশোরটির হাতে অবশ্য বন্দুক ছিল না, ছিল এক প্যাকেট চিপস।
১৬ বছর বয়সী তাকি অ্যালেন জানান, 'প্রায় আটটি পুলিশের গাড়ি এসে হাজির হয়েছিল, সবাই বন্দুক তাক করে আমার দিকে এগিয়ে এসে মাটিতে শুয়ে পড়তে বলে।'
বাল্টিমোর কাউন্টি পুলিশ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এক অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা ভুলবশত তাকিকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করেছিল। এআই সতর্কবার্তাটি যদিও প্রথমে পর্যালোচকদের কাছে পাঠানো হয়েছিল, যারা বিষয়টি যাচাই করে এতে কোনো হুমকি খুঁজে পাননি। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক সেই বার্তা না পাওয়ায় তিনি নিরাপত্তা দলকে খবর দেন। তারাই পরে পুলিশকে ডাকে।
তাকি বলেন, ফুটবল অনুশীলন শেষে তিনি একটি ডরিটোসের প্যাকেট শেষ করে খালি প্যাকেটটি পকেটে রেখেছিলেন। এর প্রায় ২০ মিনিট পর সশস্ত্র পুলিশ এসে হাজির হয়।
তিনি বলেন, 'আমাকে হাঁটু গেড়ে বসতে বলা হয়, গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে দেওয়া হয়।' যদিও বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যালেনকে হাতকড়া পরানো হলেও গ্রেপ্তার করা হয়নি। এক বিবৃতিতে তারা জানায়, 'কোনো হুমকি নেই নিশ্চিত হওয়ার পর ঘটনাটি নিরাপদে সমাধান করা হয়েছে।'
এ ঘটনার পর তাকি এখন তিনি ফুটবল অনুশীলনের পর বাইরে না গিয়ে স্কুলের ভেতরেই থাকেন। তার মতে, এখন 'বাইরে যাওয়া যথেষ্ট অনিরাপদ, বিশেষ করে হাতে চিপস বা পানীয় থাকলে।'
তবে, স্থানীয় রাজনীতিবিদরা এই ঘটনার আরও তদন্তের আহ্বান জানিয়েছেন। ফেসবুকে বাল্টিমোর কাউন্টি পাবলিক স্কুলগুলোকে এআই নির্ভর অস্ত্র শনাক্তকরণ পদ্ধতির নীতিমালা পর্যালোচনার আহ্বান জানান বাল্টিমোর কাউন্টি লোকাল কাউন্সিলম্যান ইজি পাকোটা।
এআই টুল সরবরাহকারী সংস্থা ওমনিলার্ট এই ঘটনাটি ঘটায় দুঃখ প্রকাশ করে জানায়, তাদের সিস্টেম প্রথমে ছবিতে বন্দুকসদৃশ একটি বস্তু শনাক্ত করে এবং পর্যালোচক দল তা যাচাই করে স্কুল কর্তৃপক্ষকে জানায়।
বিবৃতিতে বলা হয়, বস্তুটি পরে বন্দুক নয় বলে নির্ধারিত হলেও, পুরো প্রক্রিয়াটি যেভাবে কাজ করার কথা, ঠিক সেভাবেই কাজ করেছে, অর্থাৎ দ্রুত মানব যাচাইয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা।
ওমনিলার্ট নিজেদের 'শীর্ষস্থানীয় এআই অস্ত্র শনাক্তকরণ সেবা প্রদানকারী' হিসেবে দাবি করে। তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি মার্কিন স্কুলকে তাদের কেস স্টাডি হিসেবে উল্লেখ করেছে।
তবে এআইয়ের অস্ত্র সঠিকভাবে শনাক্ত করার ক্ষমতা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। গত বছর, যুক্তরাষ্ট্রের একটি অস্ত্র স্ক্যানিং কোম্পানি ইভলভ টেকনোলজিকে তাদের পণ্যের কার্যকারিতা সম্পর্কে অসমর্থিত দাবি করার জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
সংস্থাটি দাবি করেছিল, হাজার হাজার মার্কিন স্কুল, হাসপাতাল এবং স্টেডিয়ামের প্রবেশপথে ব্যবহৃত তাদের এআই স্ক্যানার সব ধরনের অস্ত্র শনাক্ত করতে পারে।
