বিশ্বের আর কোথাও কি মেট্রোরেলের পিয়ার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছে?—যা উত্তর দিল এআই
গতকাল (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিয়ারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়।
ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ৪৩৩ নম্বর পিয়ার থেকে খুলে পড়ে যাওয়া সেই বিয়ারিং প্যাড আজ পুনঃস্থাপন করা হয়েছে। মেরামত শেষে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে ট্রেন চলছে।
এ মর্মান্তিক ঘটনার পর মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি হয়ত সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এর আগেও কি বিশ্বের কোথাও এভাবে মেট্রোরেলের পিয়ার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছে? কারো মৃত্যু ঘটেছে?
এর উত্তর সঠিকভাবে এখনই আমাদের পক্ষে বলা সম্ভব না হলেও, আমরা কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে এ সংক্রান্ত প্রশ্ন করেছি। দেখে নেয়া যাক তাদের উত্তর-
জেমিনাই
গ্রক
চ্যাটজিপিটি
ক্লড
উল্লেখ্য, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৬৫টি দেশে মেট্রোরেল সুবিধা চালু আছে।
