বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; আউন্সপ্রতি ৪,১০০ ডলার ছাড়াল

সোমবার স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি চার হাজার ১০০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। একই সঙ্গে রূপার দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গ্রিনিচ মান সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে স্পট গোল্ডের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়ে আউন্সপ্রতি চার হাজার ১০৬ দশমিক চার আট ডলারে পৌছায়। এর আগে তা রেকর্ড করা হয় চার হাজার ১১৬ দশমিক সাত সাত ডলার।
ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস তিন দশমিক তিন শতাংশ বেড়ে আউন্সপ্রতি চার হাজার ১৩৩ ডলারে স্থির হয়েছে।
এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৬ শতাংশ বেড়েছে এবং গত সপ্তাহে ইতিহাসে প্রথমবারের মতো চার হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এ বৃদ্ধির পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী স্বর্ণ ক্রয়।
ব্লু লাইন ফিউচারসের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রাইবেল বলেন, 'স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে। ২০২৬ সালের শেষ নাগাদ আমরা আউন্সপ্রতি পাঁচ হাজার ডলারেরও বেশি দাম দেখতে পারি।'
তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয়, স্বর্ণভিত্তিক ইটিএফে শক্তিশালী বিনিয়োগ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা—সব মিলিয়ে বাজারের জন্য কাঠামোগত সহায়তা দিচ্ছে।
ভূরাজনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা আবারও জাগিয়ে তুলেছেন, যার ফলে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে অঘোষিত বাণিজ্য যুদ্ধবিরতি ভেস্তে গেছে।
এদিকে, ব্যবসায়ীরা ধারণা করছেন, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদ কমানোর ৯৭ শতাংশ সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরে তার সম্ভাবনা ১০০ শতাংশ।
সুদের হার কম থাকলে সাধারণত স্বর্ণ ভালো পারফর্ম করে, কারণ এটি একটি 'নন-ইল্ডিং' বা সুদবিহীন সম্পদ—যার আকর্ষণ বেড়ে যায় নিম্ন সুদের পরিবেশে।
ব্যাংক অব আমেরিকা ও সোসিয়েতে জেনারেলের বিশ্লেষকেরা এখন ধারণা করছেন, ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের পূর্বাভাস বাড়িয়ে আগামী বছরে স্বর্ণের গড় দাম আউন্সপ্রতি চার হাজার ৪৮৮ ডলার হবে বলে জানিয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল হেড অব কমোডিটিস রিসার্চ সুকি কুপার বলেন, 'আমাদের মতে, এই ঊর্ধ্বমুখী ধারা এখনো শক্ত অবস্থানে আছে। তবে স্বল্পমেয়াদে কিছুটা দাম সংশোধন হলে দীর্ঘমেয়াদি উত্থান আরও স্থিতিশীল হবে।'
স্পট মার্কেটে রূপার দাম তিন দশমিক এক শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫১ দশমিক আট দুই ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে তা রেকর্ড করা হয় ৫২ দশমিক এক দুই ডলার। স্বর্ণের দামের বৃদ্ধিকে ত্বরান্বিত করা একই কারণ—যেমন বাণিজ্য উত্তেজনা, সুদের হার কমার প্রত্যাশা এবং বাজারে চাহিদা বৃদ্ধির পাশাপাশি স্পট মার্কেটের সরবরাহ ঘাটতিও রূপার দামে প্রভাব ফেলেছে।
তবে টেকনিক্যাল সূচকগুলো ইঙ্গিত দিচ্ছে যে স্বর্ণ ও রূপা উভয়ই 'অতিরিক্ত কেনা হয়েছে' এমন অবস্থায় রয়েছে; স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) ৮০ এবং রূপার ৮৩।
এ ছাড়া প্লাটিনামের দাম তিন দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি এক হাজার ৬৪৮ দশমিক দুই পাঁচ ডলারে পৌঁছেছে, আর প্যালাডিয়ামের দাম পাঁচ দশমিক দুই শতাংশ বেড়ে এক হাজার ৪৭৮ দশমিক ৯ চার ডলারে দাঁড়িয়েছে।