রপ্তানিতে বিশ্বের শীর্ষ ৩০ দেশ কোনগুলো

বিশ্ববাজারে রপ্তানিতে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। আমেরিকার বাইরে চীনের পণ্য কেনার হার এখন আগের চেয়ে অনেক বেশি। ২০২৪ সালে চীনের রপ্তানি ৬ শতাংশ বেড়ে ৩.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে তার ব্যবধান আরও বাড়িয়েছে। বিশ্ব রপ্তানির প্রায় ৩৬ শতাংশ কনটেইনারে চীনের পণ্য রয়েছে। ২০২৫ সালে লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় চীনের রেকর্ড শিপমেন্টের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। গত বছর তাদের রপ্তানি ছিল ২.১ ট্রিলিয়ন ডলার। চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কানাডা ও মেক্সিকো মার্কিন রপ্তানির প্রায় ৩০ শতাংশ চাহিদা পূরণ করেছে।
ইউরোপে রপ্তানিতে শীর্ষে রয়েছে জার্মানি । তবে ২০২৪ সালে তাদের রপ্তানি ১ শতাংশ কমে ১.৭ ট্রিলিয়ন ডলারে নেমেছে। নেদারল্যান্ডস ৯২১ বিলিয়ন ডলারের রপ্তানি নিয়ে পরের স্থানে রয়েছে।
দ্রুততম রপ্তানি বৃদ্ধি দেখা গেছে ভিয়েতনাম, হংকং এবং ফ্রান্সে। দেশগুলোর রপ্তানির পরিমাণ যথাক্রমে ১৪ শতাংশ, ১২ শতাংশ এবং ১১ শতাংশ। বিশেষভাবে ভিয়েতনামের রপ্তানি তেল, কফি ও চালের শক্তিশালী শিপমেন্টের কারণে বেড়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খলের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।
তবেরপ্তানি থেকে ২০২৪ সালে ভিয়েতনামের আয় হয়েছে ৪০৫ বিলিয়ন ডলার, যেখানে ২০২৪ সালে হংকং-এর আয় ৬৪৬ মিলিয়ন ডলার।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাবিলুটিও)-এর তথ্য অনুযায়ী, চীনের উত্থান বিশ্বের বাণিজ্য মানচিত্রে তার শক্ত অবস্থানকে আরও দৃঢ় করছে।
রপ্তানিতে বিশ্বের শীর্ষ ৩০ দেশ এর তালিকা
র্যাংক | দেশ | রপ্তানি থেকে আয় (বিলিয়ন ডলার) | বার্ষিক রপ্তানির পরিমাণ |
১ | চীন | ৩,৫৭৭ | ১৪.৬% |
২ | যুক্তরাষ্ট্র | ২,০৬৫ | ৮.৪% |
৩ | জার্মানি | ১,৬৮২ | -১% |
৪ | নেদারল্যান্ডস | ৯২১ | -২% |
৫ | জাপান | ৭০৭ | -১% |
৬ | দক্ষিণ কোরিয়া | ৬৮৪ | ৮% |
৭ | ইতালি | ৬৭৪ | ০% |
৮ | হংকং | ৬৪৬ | ১২% |
৯ | ফ্রান্স | ৬৩৯ | ১১% |
১০ | মেক্সিকো | ৬১৭ | ৪% |
১১ | সংযুক্ত আরব আমিরাত | ৬০৪ | ৬% |
১২ | কানাডা | ৫৬৯ | ০% |
১৩ | বেলজিয়াম | ৫৩৬ | -৬% |
১৪ | যুক্তরাজ্য | ৫১৩ | -২% |
১৫ | সিঙ্গাপুর | ৫০৬ | ৬% |
১৬ | তাইওয়ান | ৪৭৪ | ১০% |
১৭ | সুইজারল্যান্ড | ৪৪৭ | ৬% |
১৮ | ভারত | ৪৪৩ | ৩% |
১৯ | রাশিয়া | ৪৩৩ | ২% |
২০ | স্পেন | ৪২৪ | ০% |
২১ | ভিয়েতনাম | ৪০৫ | ১৪% |
২২ | পোল্যান্ড | ৩৮০ | ০% |
২৩ | অস্ট্রেলিয়া | ৩৪১ | -৮% |
২৪ | ব্রাজিল | ৩৩৭ | -১% |
২৫ | মালয়েশিয়া | ৩৩০ | ৬% |
২৬ | সৌদি আরব | ৩০৫ | -৫% |
২৭ | থাইল্যান্ড | ৩০১ | ৫% |
২৮ | ইন্দোনেশিয়া | ২৬৫ | ২% |
২৯ | চেক প্রজাতন্ত্র | ২৬৩ | ৩% |
৩০ | তুরস্ক | ২৬২ | ২% |