১২ ডিসেম্বর একই প্রশ্নে একসঙ্গে হবে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

এ বছর মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) এ দুটি ভর্তি পরীক্ষা একসাথে ও একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আগামী ১২ ডিসেম্বর এই সমন্বিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, 'গতকাল মন্ত্রণালয়ের এক মিটিংয়ে সিদ্ধান্ত হযেছে, এ বছর একসাথে এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা হবে। একসাথে যেহেতু পরীক্ষা হবে, তাই প্রশ্ন আলাদা হওয়ার সুযোগ নেই।'
এর আগে গত সপ্তাহে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১৭ জানুয়ারি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ২৯৩টি।
দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে।