স্থানীয় পর্যায়ে ৩০.৪% ভোটার জামায়াতের, ২১% বিএনপির ও ২৩.৭% এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ

নতুন একটি জরিপে দেখা গেছে, স্থানীয় পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্ট ৩০.৪ শতাংশ ভোটার। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির ক্ষেত্রে এই হার যথাক্রমে ২৩.৭ শতাংশ ও ২১ শতাংশ।
পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের 'জনগণের নির্বাচন ভাবনা' শীর্ষক দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের জরিপে এ ফলাফল উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ পরিচালনা করা হয়।
গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর এ জরিপ পরিচালিত হয়। এতে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন। এর মধ্যে ৫ হাজার ৬৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৭১৯ জন নারী।
জরিপের ফলাফল অনুযায়ী, উত্তরদাতাদের মধ্যে ১৩.৭ শতাংশ জানান, তারা জামায়াতের কার্যক্রম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আর অনেক সন্তুষ্ট ১৬.৭ শতাংশ। এনসিপির কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট ৯.১ শতাংশ এবং অনেক সন্তুষ্ট ১৩.৮ শতাংশ।
অন্যদিকে, বিএনপির কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট ৮.২ শতাংশ এবং অনেক সন্তুষ্ট ১২.৮ শতাংশ উত্তরদাতা।
এছাড়াও জামায়াত, বিএনপি ও এনসিপির কার্যক্রম নিয়ে মোটামুটি সন্তুষ্টির কথা জানিয়েছেন যথাক্রমে ১৭ শতাংশ, ১৮.৪ শতাংশ ও ১৭.৪ শতাংশ উত্তরদাতা। আর জামায়াত, বিএনপি ও এনসিপির কার্যক্রমে একদম সন্তুষ্ট নন এমন উত্তরদাতার হার যথাক্রমে ১৯.৭ শতাংশ, ২৭ শতাংশ ও ১৭ শতাংশ।