‘আমেরিকাকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমার দেশকে চিনতে পারছি না’: অ্যাঞ্জেলিনা জোলি

যুক্তরাষ্ট্রের চলমান স্বাধীন মতপ্রকাশের বিতর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। স্পেনের একটি চলচ্চিত্র উৎসবে তিনি বলেছেন, 'আমি আমার দেশকে চিনতে পারছি না।'
গত সপ্তাহে স্পেনের ওই চলচ্চিত্র উৎসবে জোলিকে প্রশ্ন করা হয়, 'একজন শিল্পী ও আমেরিকান হিসেবে কোন জিনিসটিকে আপনি ভয় পান?' জবাবে জোলি বলেন, 'এটি খুবই কঠিন প্রশ্ন। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না।'
তিনি আরও বলেন, 'যেকোনো স্থানে যেকোনো কিছু যা ব্যক্তিগত অভিব্যক্তি ও স্বাধীনতাকে বিভক্ত করে বা সীমিত করে, আমি মনে করি, তা খুবই বিপজ্জনক।'
যদিও জোলি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে জনপ্রিয় মার্কিন উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠান 'জিমি কিমেল লাইভ!' ডিজনি-মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক 'অনির্দিষ্টকালের জন্য স্থগিত' ঘোষণার পরপরই তিনি এ মন্তব্য করেন।
রক্ষণশীল রাজনৈতিক অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ড পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে জিমি কিমেলের একটি মন্তব্যের জেরে এই বিতর্ক শুরু হয়।
কিমেল তার অনুষ্ঠানে বলেছিলেন, 'চার্লি কার্ককে হত্যাকারী তরুণ যে তাদের নিজেদের দলের নয়, এটা প্রমাণ করতে 'ম্যাগা' (ট্রাম্প সমর্থক গোষ্ঠী) মরিয়া হয়ে উঠেছে।' এই মন্তব্যের পরই ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার এবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন, যার জেরে কিমেলের অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
যদিও সমালোচনার মুখে এবিসি জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে কিমেলের শো আবার সম্প্রচারে ফিরবে।
পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে জোলি সতর্ক করেন, 'আমরা এমন গুরুতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের সাবধানে কথা বলতে হবে। আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্যে বাস করছি।'