টিকটক কেনার চুক্তিতে যুক্ত থাকতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে, দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প রোববার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে টিকটক কেনার উদ্যোগে সম্ভবত মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে ল্যাকলান মারডক অংশ নেবেন।
ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিংয়ে পিটার ডুসির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পকে টিকটক বিক্রির সর্বশেষ অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, চীনা মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের জন্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। যদিও চুক্তির অবস্থা নিয়ে কিছুটা বিভ্রান্তিও রয়েছে।
ট্রাম্প বলেন, এই চুক্তিতে টাইকুন ল্যারি এলিসন ও মাইকেল ডেল যুক্ত আছেন। এর পরেই তিনি যোগ করেন: 'কথাটা বলতে আমার ভালো লাগছে না—তবে ল্যাকলান নামে একজন ব্যক্তি এতে যুক্ত আছেন। কোন ল্যাকলান জানেন? খুবই অস্বাভাবিক একটা নাম: ল্যাকলান মারডক।'
তিনি আরও বলেন, 'সম্ভবত রুপার্টও এই দলে থাকবেন। আমার মনে হয়, তারা এই গ্রুপে থাকবেন। আরও দু-একজন থাকবে। তারা সত্যিই অসাধারণ মানুষ, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এবং তারা মার্কিন দেশপ্রেমিকও। তারা এই দেশকে ভালোবাসেন, তাই আমার মনে হয় তারা খুব ভালো কাজ করবে।'
সিএনএন-এর রোববার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে রুপার্ট ও ল্যাকলান স্বতন্ত্র বিনিয়োগকারী হিসেবে নয়, বরং বিনিয়োগকারীদের দলের মধ্যে ফক্স কর্পোরেশন অংশ নেবে।
রুপার্ট মারডকের মালিকানাধীন এবং ল্যাকলান মারডকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করা ফক্সের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন তিনি রুপার্ট মারডকের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর বিরুদ্ধে মামলা করেছেন। এই সংবাদপত্রে দাবি করা হয়েছিল, ২০০৩ সালে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ৫০তম জন্মদিনের জন্য সংকলিত একটি বইয়ের অংশ হিসেবে ট্রাম্প একটি অশ্লীল কবিতা ও ছবি এঁকেছিলেন।
জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার উদ্বেগের কথা উল্লেখ করে ২০২৪ সালে কংগ্রেস একটি আইন পাশ করে, যেখানে বলা হয়: চীন-ভিত্তিক কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যদি কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি না হয়, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করা হবে। তবে ট্রাম্প প্রশাসন সেই আইন কার্যকর করা করেনি; চুক্তির সময়সীমাও কয়েকবার বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। রোববার ট্রাম্প জানান, ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পেছনে টিকটক তাকে সাহায্য করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শনিবার ফক্স নিউজকে বলেন, কোম্পানির সাত-সদস্যের বোর্ডের মধ্যে ছয়জন আমেরিকান থাকবেন এবং ব্যবহারকারীদের ডেটা ও গোপনীয়তা নিয়ন্ত্রণ করবে এলিসনের কোম্পানি ওরাকল। লেভিট আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অ্যাপের ডেটা ও অ্যালগরিদমও নিয়ন্ত্রণ করবে।