যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, ডিম নিক্ষেপ; এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নিন্দা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারি সফরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর জন্য আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।
বিবৃতিতে সংগঠনটি বলেছে, 'জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব আখতার হোসেন ও তাসনিম জারার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ।'
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ বলে অভিহিত করেছে। এ বিষয়ে তারা সরকারের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউইয়র্ক শহরের স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিচ্যুত করা এবং সফরের বাকি অংশের জন্য প্রত্যেক সদস্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারাও ক্ষোভের মুখে পড়েন। তবে সংগঠনটির দাবি, হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলেন এনসিপি নেতারা।
সংগঠনটি এই ঘটনাকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর 'প্রতিশোধমূলক' হামলা হিসেবে উল্লেখ করে এর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তারা হলেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।