বিশ্বের শীর্ষ ধনীর খেতাব হারিয়েছিলেন মাস্ক—কয়েক ঘণ্টার মধ্যে আবার ফিরেও পেলেন

শেয়ারবাজারের উত্থানে বুধবার কয়েক ঘণ্টার জন্য টেসলা সিইও ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তির আসনে বসেছিলেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তবে দিন শেষে আবারও প্রথম স্থানে ফিরে আসেন ইলন মাস্ক।
মঙ্গলবার রাতে প্রকাশিত আর্থিক ফলাফলে ওরাকলের আয়ে ব্যাপক প্রবৃদ্ধি দেখা যায়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ডেটা সেন্টার সেবার চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় শেয়ারের দাম বুধবার সর্বোচ্চ ৪৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এবং দিনের শেষে প্রায় ৩৬ শতাংশ উত্থান গিয়ে লেনদেন শেষ হয়। ১৯৯২ সালের পর একদিনে এত বড় উত্থান আর দেখা যায়নি।
এর ফলে এলিসনের সম্পদ এক লাফে প্রায় ৮৯ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ৩৮৩ দশমিক ২ বিলিয়ন ডলারে। এতে তিনি সাময়িকভাবে মাস্ককে পেছনে ফেলে বিশ্বের ধনীর তালিকার শীর্ষে উঠে আসেন।
তবে বাজার বন্ধ হওয়ার হিসাব অনুযায়ী মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৮৪ দশমিক ২ বিলিয়ন ডলার, যা এলিসনের তুলনায় এক বিলিয়ন বেশি। ফলে দিনের শেষে আবারও বিশ্বের ধনীতম ব্যক্তির অবস্থান ফিরে পান মাস্ক।
ওরাকলের প্রধান নির্বাহী সাফরা ক্যাটজ জানিয়েছেন, চলতি ত্রৈমাসিকে তারা চারটি বহুবিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেছে এবং অদূর ভবিষ্যতে আরও বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বব্যাপী এআই খাতে বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজন মেটাতে ওরাকল এখন প্রধান অবকাঠামো সরবরাহকারীর ভূমিকায় উঠে এসেছে। জুলাইয়ে প্রতিষ্ঠানটি ওপেনএআই–এর সঙ্গে ৪ দশমিক ৫ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহের একটি চুক্তিও ঘোষণা করে, যা তাদের এআই সফটওয়্যার চালাতে কাজে লাগবে।
মেলিয়াস রিসার্চের বিশ্লেষক বেন রেইটজেস ওরাকলের আয় প্রতিবেদনকে 'অসাধারণ' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওরাকলের এআই সেবার চাহিদা এতটাই বেশি যে কোম্পানির হাতে ৪৫৫ বিলিয়ন ডলারের কাজ জমা রয়েছে, যা 'অভূতপূর্ব'।
বুধবার ওরাকলের বাজারমূল্য প্রায় ২৪৪ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ৯২২ বিলিয়নে, যা তাদের এসঅ্যান্ডপি ৫০০ সূচকে ১৩তম স্থান থেকে ১০ম স্থানে উন্নীত করে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ওয়ালমার্ট, জেপিমরগ্যান চেজ এবং ইলি লিলি'র মতো কোম্পানিকেও ছাড়িয়ে যায়। ব্লুমবার্গ জানিয়েছে, এলিসনের সম্পদ একসময় ১০১ বিলিয়ন ডলার পর্যন্ত বেড়েছিল, যা এখন পর্যন্ত কোনো ব্যক্তির একদিনে সবচেয়ে বড় সম্পদ বৃদ্ধি।
এআই খাতের চাহিদা বৃদ্ধিতে এ বছর ওরাকলের শেয়ারের দাম ইতোমধ্যেই প্রায় ৯৭ শতাংশ বেড়েছে। ব্যাংক অব আমেরিকা ও সিটি বুধবার ওরাকলের শেয়ারকে 'বাই' রেটিং দিয়েছে।
অন্যদিকে, মাস্কের প্রধান আয়ের উৎস টেসলার শেয়ার এ বছর প্রায় ১৪ শতাংশ নিচে নেমে গেছে। তবে ২০২১ সাল থেকে বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় মাস্ক প্রায় সময়ই শীর্ষে ছিলেন। মাঝে মাঝে এই খেতাব হারালেও (বার্নার্ড আর্নল্টের কাছে ২০২১ সালে এবং জেফ বেজোসের কাছে ২০২৪ সালে) দ্রুতই শীর্ষে ফিরেছেন।
টেসলা নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক আরও প্রায় ১ ট্রিলিয়ন ডলারের পারিশ্রমিক পেতে পারেন।
অন্যদিকে, ১৯৭৭ সালে কলেজ ছাড়ার পর ওরাকল প্রতিষ্ঠা করেন ল্যারি এলিসন। বর্তমানে ৮১ বছর বয়সী এই ধনকুবের হাওয়াই দ্বীপ লানাইয়ের ৯৮ শতাংশের মালিক এবং ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টকে পুনরুজ্জীবিত করার জন্য পরিচিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এলিসন একাধিক প্রযুক্তি ইভেন্টে হোয়াইট হাউসে উপস্থিত থেকেছেন এবং ওরাকলের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চুক্তি পেয়েছেন। একসময় তিনি টিকটক কিনতে আগ্রহ দেখালেও তা বাস্তবায়িত হয়নি।