বন্ধের একদিন পর চালু হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর

দুর্নীতিবিরোধী সহিংস আন্দোলনের জেরে একদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)।
বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এদিন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, সহিংসতা দমন করতে সেনাবাহিনী দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে স্থগিত থাকা ফ্লাইটগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের তথ্য জেনে নিতে এবং বিমানবন্দরে আসার সময় বৈধ টিকিট ও পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
এদিকে, জেন-জি আন্দোলনকারীদের নেতৃত্বে চলমান বিক্ষোভের মধ্যে লুটপাট, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে নেপাল সেনাবাহিনী।
মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।