হুন্দাইয়ের মার্কিন কারখানায় আটক দক্ষিণ কোরীয় শ্রমিকদের মুক্তি, দেশে ফিরতে বিশেষ ফ্লাইট

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অভিবাসন বিভাগের এক আকস্মিক অভিযানে আটক হওয়া শত শত দক্ষিণ কোরীয় শ্রমিককে মুক্তি দেওয়া হচ্ছে। সফল কূটনৈতিক আলোচনার পর একটি বিশেষ ফ্লাইটে করে তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে রবিবার দক্ষিণ কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার জর্জিয়ার এলাবেলে অবস্থিত হুন্দাই মেটাপ্ল্যান্টে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এই অভিযান চালায়। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই এবং এলজি এনার্জি সলিউশনের যৌথ মালিকানাধীন এই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি কারখানা থেকে মোট ৪৭৫ জনকে আটক করা হয়, যাদের মধ্যে প্রায় ৩০০ জনই দক্ষিণ কোরীয় নাগরিক।
সাম্প্রতিক মার্কিন ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ অভিবাসন অভিযান হিসেবে দেখা হচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষেত্রে অভিবাসনবিরোধী কঠোর নীতিরই প্রতিফলন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির চিফ অফ স্টাফ কাং হুন-সিক এই খবর নিশ্চিত করে বলেন, "সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্যবসায়িক সংস্থা এবং কোম্পানিগুলোর দ্রুত পদক্ষেপে আটক শ্রমিকদের মুক্তির আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তবে কিছু প্রশাসনিক প্রক্রিয়া এখনও বাকি। সেগুলো সম্পন্ন হলেই একটি বিশেষ বিমানে আমাদের নাগরিকদের ফিরিয়ে আনা হবে।"
তিনি আরও জানান, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিনিয়োগ প্রকল্পের জন্য ভ্রমণকারীদের ভিসা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং নিজেও আটককৃতদের জন্য "সর্বাত্মক প্রয়োজনীয় ব্যবস্থা" গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট কোরীয় কোম্পানিগুলোও দ্রুত পদক্ষেপ নিয়েছে। এলজি এনার্জি সলিউশনের একজন মুখপাত্র জানান, তারা এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করছেন এবং কর্মীদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনই তাদের মূল লক্ষ্য।
কোম্পানিটি তাদের মানবসম্পদ বিভাগের প্রধানকে জর্জিয়ায় পাঠানোর পাশাপাশি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করেছে। অন্যদিকে, হুন্দাই এক বিবৃতিতে জানিয়েছে, তারা সব সময়ই স্থানীয় অভিবাসন আইনসহ সকল নিয়মকানুন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।