নেপালের অর্থমন্ত্রীকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া, কিল-ঘুষি-লাথি
নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকারের পতনের পর পালাতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌডেল। তাকে জনতার ধাওয়া ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে সড়কে দৌড়াচ্ছেন পৌডেল। পেছন থেকে বহু বিক্ষোভকারী তাকে ধাওয়া করছেন। এ সময় সামনে থেকে গিয়ে এক যুবক তাকে লাথি মারেন। সঙ্গে সঙ্গে তিনি সড়কে পড়ে যান। এরপর তিনি আবারও উঠে দৌড়াতে শুরু করেন। পরে ভীড়ের মধ্যে থেকে একজন এসে তাকে সরিয়ে নিয়ে যান।
দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার জেরে নেপালজুড়ে ক্ষোভ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গতকাল সোমবার অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ।
আরেকটি ভিডিওতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা দেউবা, তাদের বাসভবনে হামলায় আহত হন। তবে তাদের আঘাত গুরুতর কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন কে পি শর্মা অলি। তিনি এক বিবৃতিতে বলেন, 'আজ থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালাম...রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যেতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ।'
অলির সরকারের আরও চারজন মন্ত্রীও অস্থিরতার কারণে পদত্যাগ করেছেন।
গতকাল সোমবার 'জেন জি' আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে সংসদ ভেঙে দেওয়া, বিক্ষোভের সময় সহিংস নির্দেশ দেওয়া কর্মকর্তাদের বরখাস্ত করা এবং বিক্ষোভকারীদের মনোনীত প্রতিনিধির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানানো হয়। তারা আগাম নির্বাচন ও রাজনৈতিক সংস্কারেরও দাবি জানায়।