Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 10, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 10, 2025
ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়; ভিপি সাদিক, জিএস ফারহাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 08:50 am
Last modified: 10 September, 2025, 09:18 am

Related News

  • ‘পরিকল্পিত কারচুপির এই ফল দুপুরের পরপরই অনুমান করেছি’: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ
  • বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা
  • অব্যবস্থাপনা ও স্বচ্ছতার অভাবে বিভিন্ন কেন্দ্রে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছে: ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষক
  • ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় জনতার ভিড়, সতর্ক অবস্থানে পুলিশ
  • ডাকসু নির্বাচন: উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ ছাত্রদলের

ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়; ভিপি সাদিক, জিএস ফারহাদ

দীর্ঘ ছয় বছর পর গতকাল অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 08:50 am
Last modified: 10 September, 2025, 09:18 am
সাদিক কায়েম (বামে) ও এস এম ফরহাদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ভিপিপার্থী সাদিক কায়েম জয়লাভ করেছেন।

সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ জয় লাভ করেছেন। ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

ডাকসুর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত মহিউদ্দিন খান।  তিনি মোট ১১,৭৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।

শিবির সমর্থিত ফাতেমা তাসনিম জুমা ১০,৬৩১ ভোট পেয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আজ সকাল ৮:২৩ মিনিটে ফলাফল ঘোষনা শুরু করেন।

তিনি বলেন, 'আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশ যখনই কোনো বিপদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন উদ্ধার করে। আমরা কথা দিয়েছিলাম যে আমরা যে কথা দিবো সেটা রক্ষা করবো, আমরা সেটা রক্ষা করেছি।'

তিনি আরও বলেন, 'ডাকসু প্রত্যাশিত ছিলো। আমরা নির্বাচন আয়োজন না করতে করতে অনেক বিষয় ভুলে যাই। আমরা এবারের নির্বাচনের মাধ্যমে একটি মডেল গঠন করেছি যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ কাজে লাগাতে পারবে।'

নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করছেন। ছবি: টিবিএস

ভোটের ফলাফলে জগন্নাথ হল বাদে বাকি অধিকাংশ হলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন সাদিক কায়েম। ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। এছাড়া, উমামা ফাতেমা ২৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৭১ ভোট এবং আব্দুল কাদের পেয়েছেন ২১ ভোট। এই কেন্দ্রে সাদিক কায়েম ১০ ভোট পেয়েছেন।

জগন্নাথ হলে ডাকসুর জিএস পদে মেঘমল্লার বসু সবচেয়ে বেশি ১ হাজার ১৭০ ভোট পেয়েছেন। একই পদে ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম ৩৯৮ ভোট পেয়েছেন। এস এম ফরহাদ পেয়েছেন ৫ ভোট।

এজিএস পদে ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ এগিয়ে পেয়েছেন ১,১০৭ ভোট পেয়ে। শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন মাত্র ৭ ভোট।

অমর একুশে হলে ভিপিপ্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। একই পদে দাঁড়ানো ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. আবিদুল ইসলাম খান ১৪১ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৯০ ভোট। 

শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ ৪৬৬ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট। 

সুফিয়া কামাল হল থেকেও ভিপি পদে সর্বাধিক ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১,২৭০ ভোট। একই পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট।

সাধারণ সম্পাদক [জিএস] পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ৯৬৫ ভোট, প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৫০৭ এবং ছাত্রদলের শেখ তানবীর বারী হামীম পেয়েছেন ৪০২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মোহাম্মদ মহিউদ্দিন খান এগিয়ে রয়েছেন ১,১৩৫ ভোট পেয়ে। একই পদে তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৩৯৭ এবং তাহমিদ আল মোদ্দাসির চৌধুরী পেয়েছেন ৩৫৫ ভোট।

ফলাফলের জন্য গতকাল রাত থেকে সিনেট ভবনে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

অন্যদিকে, ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ১৫৩, আব্দুল কাদের ৪৭, জামালুদ্দীন খালিদ ২২ এবং বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ৬ ভোট।

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৫৮৯ ভোট, ছাত্রদলের হামীম ২২৮ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ৩৮১ ভোট।

এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট, তানভীর হাদী আল মায়েদ ১৮৮, তাহমিদ আল মুদাসসির ১২১ এবং আশরেফা খাতুন ৩৫ ভোট।

শহীদুল্লাহ হলেও ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন ৫৬, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ১৪০, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ৬, স্বতন্ত্র শামীম হোসেন ১০১, জামালুদ্দীন খালিদ ২৬ এবং শেখ ইমি পেয়েছেন ২ ভোট।

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৭৭৩ ভোট পেয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট এবং ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান সর্বাধিক ৮৪৪ ভোট পেয়েছেন। এই পদে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ১৮৯ ভোট। 

২০১৯ সালের পর আবারও অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। ছবি: টিবিএস

জহুরুল হক হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩১৪, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের ৮৭, স্বতন্ত্র উমামা ফাতেমা ৯৬, শামীম হোসেন ১৯৪ এবং জামালুদ্দীন খালিদ পেয়েছেন ১৮ ভোট।

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৬৭০ ভোট। ছাত্রদলের হামিম পেয়েছেন ৪০৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের ৮৯, আরাফাত ২২০, সাদী ২২৯ এবং মেঘমল্লার বসু পেয়েছেন ১৪০ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ পেয়েছেন ২৮৭ ভোট। এছাড়া আশরেফা খাতুন পেয়েছেন ৩২ এবং তাহমিদ আল মুদ্দাসসির পেয়েছেন ১৮২ ভোট।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি [ভিপি] পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক [জিএস] পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক [এজিএস] পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। 

Related Topics

টপ নিউজ

ডাকসু / ডাকসু নির্বাচন / ইসলামী ছাত্রশিবির / সাদিক কায়েম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট ভবনে অগ্নিসংযোগ, পুড়িয়ে হত্যা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে
  • বালেন্দ্র শাহ কে? অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কেন তাকে চাইছেন নেপালের তরুণেরা
  • নেপালের অর্থমন্ত্রীকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া, কিল-ঘুষি-লাথি
  • জেন-জিদের দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
  • অনির্দিষ্টকালের জন্য ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
  • কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা

Related News

  • ‘পরিকল্পিত কারচুপির এই ফল দুপুরের পরপরই অনুমান করেছি’: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ
  • বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা
  • অব্যবস্থাপনা ও স্বচ্ছতার অভাবে বিভিন্ন কেন্দ্রে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছে: ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষক
  • ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় জনতার ভিড়, সতর্ক অবস্থানে পুলিশ
  • ডাকসু নির্বাচন: উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ ছাত্রদলের

Most Read

1
আন্তর্জাতিক

নেপালে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট ভবনে অগ্নিসংযোগ, পুড়িয়ে হত্যা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে

2
আন্তর্জাতিক

বালেন্দ্র শাহ কে? অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কেন তাকে চাইছেন নেপালের তরুণেরা

3
আন্তর্জাতিক

নেপালের অর্থমন্ত্রীকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া, কিল-ঘুষি-লাথি

4
আন্তর্জাতিক

জেন-জিদের দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

5
আন্তর্জাতিক

অনির্দিষ্টকালের জন্য ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

6
অর্থনীতি

কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net