রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস, এতে আগের শুল্ক মিলিয়ে যুক্তরাষ্ট্রের বৃহৎ এই বাণিজ্য অংশীদারের রপ্তানির ওপর শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশ।
আজ বুধবার (বাংলাদেশ সময় রাতে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই শুল্কভার বাড়ানো হয়েছে। রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল ক্রয় ছিল যার মূল কারণ।
ট্রাম্প ওই আদেশে উল্লেখ করেন, "আমি জানতে পেরেছি, বর্তমানে ভারত সরকার রাশিয়ান ফেডারেশন থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তেল আমদানি করছে। তাই প্রযোজ্য আইনসাপেক্ষে, যুক্তরাষ্ট্রের কাস্টমস অঞ্চলে ভারতীয় পণ্য আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক কার্যকর করা হবে।"
এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল যে, রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে এমন বাণিজ্য অংশীদারদের ওপর পরোক্ষ শুল্ক দেওয়া হবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভারত 'অধিক পরিমাণে' রুশ তেল কিনে তা আবার বিক্রি করে 'বড় মুনাফা' করছে। তিনি লিখেছেন, 'রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ মারছে, সেটা নিয়ে ভারতের কোনো ভাবনা নেই। তাই আমি যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের ওপর শুল্ক ব্যাপকভাবে বাড়াচ্ছি। বিষয়টির খেয়াল রাখায় ধন্যবাদ!!!'
তবে কতটা শুল্ক বাড়ানো হবে বা কখন থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে ট্রাম্প তখন কোনো মন্তব্য করেননি।