‘তারা হয় পরকীয়া করছেন নাহলে লাজুক?’: কোল্ডপ্লে-র কনসার্টে ‘সহকর্মীকে’ আলিঙ্গনের ভিডিও ভাইরাল, ছুটিতে সেই সিইও
জনপ্রিয় ব্যান্ড 'কোল্ডপ্লে'-এর গানের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন এক 'দম্পতি'। তবে তাদের আলিঙ্গনের মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে স্ক্রিনে ভেসে ওঠার পর তা মুহুর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আনন্দ তো দূর, বিব্রতকর অবস্থায় পড়েন ওই জুটি। ক্যামেরায় তাদের দেখা যাচ্ছে দেখে, সাথে সাথেই মুখ লুকোন তারা!
ওই দম্পতির মধ্যে একজন ছিলেন 'অ্যাস্ট্রোনোমার'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বায়রন এবং প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট।
ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ জুটি। আর এ ঘটনার জেরে বিবাহিত সিইও বায়রনকে ছুটিতে পাঠিয়েছে অ্যাস্ট্রোনোমার।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরোতে জিলেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। কনসার্ট চলাকালে বায়রন ও ক্যাবটকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়। বড় স্ক্রিনে মুখ ভেসে উঠতেই দুজনেই হঠাৎ ক্যামেরার আড়ালে চলে যান।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সবাই ধরে নেন—তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। সেই জল্পনায় ঘি ঢালেন খোদ কোল্ডপ্লের লিড ভোকাল ক্রিস মার্টিন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, 'এরা হয়তো পরকীয়া করছেন, অথবা অনেক লাজুক।'
এরপর থেকেই ভিডিওটি টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, তৈরি হয় নানা ধরণের মিম চিত্র। টিভি অনুষ্ঠানেও তা নিয়ে ঠাট্টা শুরু হয়।
তবে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
গুঞ্জনের কেন্দ্রে থাকা প্রতিষ্ঠান 'অ্যাস্ট্রোনোমার' শুক্রবার রাতে এক্স (সাবেক টুইটার)–এ জানায়, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রনকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, 'আমাদের প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সংস্কৃতি আমরা অনুসরণ করে আসছি, তার প্রতিফলন নেতৃত্বে থাকা ব্যক্তিদের মাঝেও থাকা উচিত। তাই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং খুব শিগগিরই আমরা বিস্তারিত জানাবো।'
এছাড়াও জানানো হয়েছে, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডিজয় ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন।
জানা গেছে, অ্যান্ডি বায়রন ২০২৩ সালের জুলাই থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট গত বছরের নভেম্বর থেকে দায়িত্বে আছেন।
তবে অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওতে বায়রন ছাড়া তাদের আর কোনো কর্মী ছিলেন না। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়ানো বায়রনের কিছু ভুয়া বিবৃতি সম্পর্কে সতর্ক করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বায়রনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেওয়া হয়নি।