ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক কনসার্টে ডাকসুর এক নেতার স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক স্লোগান দিতে দেখা গেছে।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাতে 'স্পিরিটস অব জুলাই' ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে 'কুয়াশার গান' শীর্ষক কনসার্টে এ ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, কনসার্ট চলাকালে মঞ্চ থেকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তিনি যখন 'কোটা না সংস্কার?' স্লোগান দেন, তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব হিসেবে চিৎকার করে 'কোটা, কোটা' বলতে থাকেন। আবার অন্য একটি অংশকে 'ইউরেনিয়াম, ইউরেনিয়াম' বলে বিদ্রুপ করতে শোনা যায়।
একইভাবে মুসাদ্দেক যখন 'গোলামী না সংস্কার?' স্লোগান দেন, তখন শিক্ষার্থীরা 'যুক্তরাজ্যের চাকরি' বলে চিৎকার করেন।
শিক্ষার্থীদের ভাষ্য, মূলত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের বিভিন্ন সময়ে বেশ কিছু বিতর্কিত বক্তব্য ও অবস্থানের কারণে তার প্রতি নেতিবাচক মনোভাব থেকেই শিক্ষার্থীরা এ প্রতিক্রিয়া দেন।
