ভায়োলিন শিখতে আট ঘণ্টার দীর্ঘপথ পাড়ি দিতেন তিনি, এখন কোল্ডপ্লের সঙ্গে এক মঞ্চে

২৬ বছর বয়সী এই বেহালাশিল্পী বিশ্ববিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে ওয়েম্বলি স্টেডিয়ামে টানা ১০টি কনসার্টে অংশ নেবেন। ভেনিজুয়েলার সিমন বলিভার সিম্ফনি অর্কেস্ট্রার একজন সদস্য হিসেবেই এই সুযোগ পেয়েছেন...