কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও
যুক্তরাষ্ট্রে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে আলিঙ্গনরত অবস্থায় ক্যামেরায় দৃশ্যবন্দি হয়েছিলেন সফটওয়্যার প্রতিষ্ঠান 'অ্যাস্ট্রোনোমার'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রন এবং প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট। সিইও-এর পর এবার পদত্যাগ করেছেন সেই নারী কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট।
প্রতিষ্ঠানটি বিবিসিকে জানিয়েছে, ক্যাবট এখন আর অ্যাস্ট্রোনোমারে কর্মরত নেই। এর আগে গত সপ্তাহে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রনকেও সাময়িক অব্যাহতি দিয়ে তদন্তের ঘোষণা দেওয়া হয় এবং পরদিনই তিনি পদত্যাগ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বড় পর্দায় হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে। তাদের মার্কিন সংবাদমাধ্যমগুলো অ্যাস্ট্রোনোমারের ওই দুই শীর্ষ কর্মকর্তা বলে শনাক্ত করেছে। দেখা যায়, তারা আবেগঘনভাবে একে অপরকে জড়িয়ে গানের তালে দুলছেন। এরপর হঠাৎ তারা মুখ লুকিয়ে ফেলেন।
তখন ঘটনাস্থলে ব্যান্ড 'কোল্ডপ্লে'র প্রধান গায়ক ক্রিস মার্টিন দর্শকদের উদ্দেশে রসিকতা করে বলেন, 'ওরা হয় পরকীয়া করছে, নয়তো খুব লাজুক।'
এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এটি নিয়ে মিম তৈরি হয়, টেলিভিশন অনুষ্ঠানেও ব্যঙ্গ করা হয়। অনেকেই ভিডিওর ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করেন, এমনকি ঘটনাটি নিয়ে ভুয়া বিবৃতিও ছড়ানো হয়।
এরপর অ্যাস্ট্রোনোমার এক বিবৃতিতে জানায়, তারা একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং সিইওকে ছুটিতে পাঠানো হয়েছে—তবে ভিডিও বা ঘটনাটি সরাসরি উল্লেখ করা হয়নি।
একদিন পরই অ্যান্ডি বায়রন পদত্যাগ করেন।
তবে ভাইরাল ভিডিওতে দেখা ব্যক্তি দুজনের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।
প্রতিষ্ঠানটি বর্তমানে ডেটা, অ্যানালিটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তারা জানিয়েছে, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডি-জয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে ডি-জয় বলেন, 'গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ এমন এক মাত্রার গণমাধ্যমের নজর কেড়েছে, যা সাধারণত আমাদের মতো ছোট পরিসরের স্টার্টআপের ক্ষেত্রে দেখা যায় না।'
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি হঠাৎ করেই মানুষের আলোচনায় চলে আসে এবং তারা নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।