৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতীকী ছবি / সংগৃহীত
ভূমিকম্পে কেঁপে উঠছে ইরান। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ জুন) ইরানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে ইরানের সেমনান শহর থেকে প্রায় ২২ মাইল দক্ষিণ-পশ্চিমে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।
তবে, ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।