যুদ্ধবিরতি নয়, তারচেয়ে ‘অনেক বড় কারণে’ জি-৭ সম্মেলন ছেড়ে এসেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অব সেভেন (জি-৭) নেতাদের বৈঠক থেকে তার আগেভাগে চলে আসার সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টার 'কোনো সম্পর্ক নেই'; বরং এর পেছনে 'এর চেয়েও বড় কারণ' রয়েছে।
মঙ্গলবার ওয়াশিংটন সময় রাত সোয়া ১টায় এয়ার ফোর্স ওয়ান-এ ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, 'প্রচারণা খোঁজা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ভুলবশত বলেছেন, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডার জি-৭ সম্মেলন ছেড়ে ডি.সি.-তে ফিরে যাচ্ছি। ভুল!'
ট্রাম্প আরও লেখেন, 'তিনি [মাখোঁ] জানেনই না কেন আমি এখন ওয়াশিংটনের পথে। তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির জন্য নয়। এর চেয়েও অনেক বড় কারণ।'
মার্কিন প্রেসিডেন্ট লেখেন: 'ইচ্ছাকৃতভাবে হোক বা না-হোক, ইমানুয়েল সবসময়ই ভুল বুঝে বসেন। অপেক্ষায় থাকুন!'
যুক্তরাষ্ট্রে ফেরার পুর ট্রাম্প এখনও স্পষ্টভাবে তার পরবর্তী পদক্ষেপ কী হবে জানাননি।
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে সোমবার ট্রাম্প তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার সতর্কবার্তা দেন এবং ইরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করে সমঝোতার টেবিলে আসার আহ্বান জানান।
এর আগে সোমবার কানাডায় সাংবাদিকদের ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ বলেছিলেন, ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগ চলমান সংকটে একটি ইতিবাচক অগ্রগতি নির্দেশ করতে পারে। 'যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, সেটি ভালো বিষয়।'
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের ওয়াশিংটনের ফেরার কারণ 'অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করার জন্য'। পরে এক্সে এক পোস্টে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণেই এই সফর সংক্ষিপ্ত করা হয়েছে।