মাইলস্টোন দুর্ঘটনা পাইলটের ভুলে, ঢাকার বাইরে বিমানবাহিনীর ট্রেনিং পরিচালনার নির্দেশ
উত্তরার মাইলস্টোন দুর্ঘটনা পাইলটের উড্ডয়ন সংক্রান্ত ভুলের কারণে হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। জননিরাপত্তার স্বার্থে বিমানবাহিনীর সব ট্রেনিং ঢাকার বাইরে অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তদন্ত প্রতিবেদনে বিমানবাহিনীর ফ্লাইট স্বল্পতা এবং এয়ার ফোর্স এলাকায় ফায়ার সার্ভিসের বিশেষ সক্ষমতার কথাও উল্লেখ করা হয়।
মাইলস্টোন স্কুলের ভবনটি রাজউকের বিএনবিসি রুলস মেনে অনুমোদন নেওয়া হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান শফিকুল আলম।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণ চলাকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
