'যতক্ষণ আমি হোয়াইট হাউসে আছি, যুক্তরাষ্ট্র কমিউনিস্ট ধারায় যাবে না': মামদানির জয়ের পর নীরবতা ভাঙলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৫ নভেম্বর) মিয়ামিতে দেওয়া এক ভাষণে নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টের রাজনীতি কংগ্রেসের ডেমোক্র্যাটদের বৃহত্তর দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
আমেরিকান বিজনেস ফোরামে শ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'কংগ্রেসের ডেমোক্র্যাটরা আমেরিকার কী করতে চায় তা যদি দেখতে চান, তাহলে নিউইয়র্কে গতকালের নির্বাচনের ফলাফলের দিকে তাকান— যেখানে তাদের দল দেশের বৃহত্তম শহরের মেয়র হিসেবে একজন কমিউনিস্টকে বসিয়েছে।'
তিনি আরও বলেন, 'মনে আছে, আমি বলেছিলাম আমাদের দেশে কোনো সোশ্যালিস্ট কোনো পদে নির্বাচিত হবে না? আমি এটা বলতাম... আমরা সোশ্যালিস্টদের বাদ দিয়েছি, তার বদলে কমিউনিস্টদের নিয়ে এসেছি।'
ট্রাম্প তার বক্তব্যে বলেন, 'বিশ্বের বিভিন্ন প্রান্তে কী ঘটছে তা দেখুন– কিন্তু এখন ডেমোক্র্যাটরা এতটাই চরমপন্থী যে, মিয়ামি শীঘ্রই নিউইয়র্ক শহর থেকে কমিউনিজম ছেড়ে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থলে পরিণত হবে।'
এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প প্রথমবারের মতো নিউইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত কথা বললেন। এর আগে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবেক ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন মামদানি। ভোটগ্রহণ শুরুর মাত্র একদিন আগে ট্রাম্প কুওমোকে সমর্থন জানিয়েছিলেন।
এর আগে বুধবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প মামদানির বিজয় নিয়ে কোনো সুস্পষ্ট মন্তব্য করা থেকে বিরত ছিলেন। কিন্তু মিয়ামিতে তার সুর বদলে যায়।
ট্রাম্প বলেন, 'গত রাতের ফলাফলের পর এখন সিদ্ধান্ত খুব স্পষ্ট— আমেরিকানদের সামনে দুটি পথ– আমাদের সামনে কমিউনিজম এবং সাধারণ জ্ঞানের মধ্যে একটিকে বেছে নিতে হবে'
তিনি জোর দিয়ে বলেন, 'এবং যতক্ষণ আমি হোয়াইট হাউসে আছি, মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই কমিউনিস্ট ধারায় যাবে না।'
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে অনুষ্ঠিত প্রথম বড় নির্বাচনী পরীক্ষায় বিপুল সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। ভার্জিনিয়া, নিউ জার্সি, নিউইয়র্ক সিটিতে গুরুত্বপূর্ণ তিনটি জয় দলটিকে আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে বড় মনোবল দিয়েছে।
বুধবার তিনি তিনি বলেন, 'আমি মনে করি না এটা রিপাবলিকানদের জন্য ভালো হয়েছে।' এর আগের দিন তিনি বলেছিলেন, দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী হওয়া এই সরকারি শাটডাউন এবং ব্যালটে তার নাম না থাকাই এই ফলাফলের কারণ।
