পাকিস্তানিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করছে ভারত; আইএমএফ চুক্তিও বাধাগ্রস্ত করার চেষ্টা

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের দিকে আঙুল তুলে দেশটির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে ভারতে একের পর করছেন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া চ্যানেল ব্লক করার পাশাপাশি অর্থনৈতিকভাবেও পাকিস্তানকে ধাক্কা দেওয়ার চেষ্টা চলছে।
'জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার' স্বার্থে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ভারতের দর্শকদের জন্য ব্লক করে দিয়েছে ভারত।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানি ডিজিটাল কন্টেন্টের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-এর (আইএসপিআর) ইউটিউব চ্যানেলও একইভাবে ব্লক করে দেয় ভারত।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্যপ্রযুক্তি আইনের জরুরি ধারা প্রয়োগ করে প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ভারত-বিরোধী প্রচারণা ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ওঠা বেশ কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্ট ভারতে ব্লক করতে নির্দেশ দিয়েছে।
বিশেষভাবে ব্লক করা হাইপ্রোফাইল পাকিস্তানি ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যারা ভারতে বিপুল জনপ্রিয়।
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করা হয়েছে।
শহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও বাসিত আলীর ইউটিউব চ্যানেলও একইভাবে ভারতীয় দর্শকদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, এসব তারকা হয় সরাসরি, নয়তো পরোক্ষভাবে এমন কন্টেন্ট শেয়ার করছিলেন যা কাশ্মীর হামলার পর ভারতের বিরুদ্ধে ঘৃণা উসকে দিতে পারে।
ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শহীদ আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও ভারতে ব্লক না করা হলেও আরও অনেক প্রোফাইল পর্যালোচনার আওতায় রয়েছে।
এর আগে শোয়েব আখতার, সৈয়দ মুজাম্মিল শাহ, আরজু কাজমি ও অন্যান্য ইউটিউব চ্যানেল—যেমন দুনিয়া মেরে আগে, গুলাম নবি মাদনি, হাকিকত টিভি ও হাকিকত টিভি ২.০—ভারতে ব্লক করা হয়।
অলিম্পিকে রৌপ্য পদকজয়ী জ্যাভেলিন তারকা আর্শাদ নদীমের ইনস্টাগ্রামও ভারতে ব্লক করা হয়েছে।
এ বছরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরও ভারতে সম্প্রচার বা স্ট্রিম হচ্ছে না। সনি স্পোর্টস নেটওয়ার্ক ও ফ্যানকোড পেহেলগাম হামলার পর পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয়।
এসব নিষেধাজ্ঞা রাজনীতি ও খেলাধুলার গণ্ডি পেরিয়ে বিনোদন জগতেও পৌঁছে গেছে। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমিরসহ আরও অনেক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। ব্লক করা হয়েছে আলি জাফর ও ফাওয়াদ খানের অ্যাকাউন্টও।
আইএমএফ চুক্তি বাধাগ্রস্ত করার চেষ্টা
পাশাপাশি প্রতিবেশী দেশকে কূটনৈতিকভাবেও কোণঠাসা করতে চাইছে দিল্লি। এজন্য আন্তর্জাতিক বহুপাক্ষিক সংস্থা, বিশেষ করে আইএমএফকে পাকিস্তানের ঋণ ও সহায়তা পর্যালোচনার আহ্বান জানিয়েছে ভারত।
এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, 'আমরা সব সংস্থাকে বলব পাকিস্তানের ঋণ ও সহায়তা পুনর্বিবেচনা করতে'।
পাকিস্তান গত বছর আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ পেয়েছে। এর সঙ্গে চলতি বছরের মার্চে ১.৩ বিলিয়ন ডলারের জলবায়ু সহনশীলতা ঋণও পেয়েছে।
আইএমএফ ও ভারতের অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী খুররম শেহজাদ বলেছেন, আইএমএফ কর্মসূচিতে কোনো বিঘ্ন ঘটেনি।
তিনি আরও বলেন, ওয়াশিংটনে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সঙ্গে পাকিস্তানের অত্যন্ত ফলপ্রসূ বসন্তকালীন বৈঠক হয়েছে।
'আমরা ওয়াশিংটনে প্রায় ৭০টি বৈঠক করেছি। …বিনিয়োগ এবং পাকিস্তানকে সমর্থনের ব্যাপারে আগ্রহ অত্যন্ত বেশি। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে,' বলেন তিনি।