ভারতের উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ ৭ আরোহীর সবাই নিহত

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
আজ রোববার (১৫ জুন) ভোরে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ডের জঙ্গলে পড়ে। এতে ঘটনাস্থলেই আগুন ধরে যায়।
নিহতদের মধ্যে একজন দশ বছর বয়সী শিশু রয়েছে। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল অর্যণ এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। মাত্র ১০ মিনিটের যাত্রাপথে হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও ত্রিজুগিনারায়ণের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।
বদ্রী-কেদার মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, 'রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার মর্মান্তিক সংবাদ পেয়েছি। রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ), স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। সকল যাত্রীর নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছি।'
উল্লেখ্য, গত ৪০ দিনের মধ্যে এটি রাজ্যের পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা।
হিমালয়ের দুর্গম এলাকায় অবস্থিত কেদারনাথে তীর্থযাত্রীদের যাতায়াতে হেলিকপ্টার অন্যতম দ্রুত ও সহজ উপায় হিসেবে বিবেচিত। তবে সাম্প্রতিক একের পর এক দূুর্ঘটনার পর এ ধরনের পরিসেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।