ইউক্রেন যুদ্ধের অবসান চান ট্রাম্প; বললেন, ‘ক্রিমিয়া রাশিয়ার সঙ্গেই থাকবে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার এক সাক্ষাৎকারে বলেছেন, 'ক্রিমিয়া রাশিয়ার সঙ্গেই থাকবে।'
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'জেলেনস্কি এবং সবাই জানেন যে দীর্ঘদিন ধরে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে।'
গত মঙ্গলবার (২২ এপ্রিল) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার টেবিলে না বসে জেলেনস্কি যুদ্ধ আরও দীর্ঘায়িত করছেন বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। লেন, আমরা যে সময়গুলো নিয়ে কথা বলছি, তারও বহুদিন আগে থেকে রাশিয়ার সাবমেরিন সেখানে ছিল। ক্রিমিয়ার বেশিরভাগ মানুষ রুশ ভাষায় কথা বলেন। আর উপদ্বীপটি দখল করে নেওয়ার ঘটনা ওবামার সময়ে হয়েছে, ট্রাম্পের সময়ে নয়।
এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি অ্যাপার্টমেন্টে ড্রোন হামলায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুসহ ৭৬ বছর বয়সি এক নারীও রয়েছেন। ট্রাম্প কিয়েভে হামলার ঘটনায় পুতিনকে তিরস্কার করার একদিন পর এ হামলা হলো।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ৭০টি ক্ষেপণাস্ত্র ও ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৮৭ জনেরও বেশি আহত হয়েছেন।
এ হামলার পর ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন এবং জানান, যুদ্ধ শেষ করার জন্য জোর প্রচেষ্টা চলছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, `কিয়েভে রাশিয়ার হামলায় আমি খুশি নই। প্রয়োজনীয় নয় এবং খুব খারাপ সময়ে এটি হয়েছে। ভ্লাদিমির, থামুন। সপ্তাহে ৫ হাজার সৈন্য মারা যাচ্ছে। আসুন শান্তিচুক্তি সম্পন্ন করি।'