২০১১ সালের পর নতুন সেনাভর্তির সবচেয়ে বড় ঘোষণা দিলেন পুতিন

১ লাখ ৬০ হাজার মানুষকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮-৩০ বছর বয়সীদের জন্য এই তলব কার্যকর হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনীর আকার সম্প্রসারণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর বিবিসির
কয়েক মাস আগেই পুতিন বলেছিলেন, রাশিয়ার সামরিক বাহিনীগুলোর মোট সদস্য সংখ্যা বাড়িয়ে ২৩ লাখ ৯০ হাজার জন এবং সক্রিয় সদস্য সংখ্যা ১৫ লাখ করা উচিৎ। তারপরেই এলো বসন্তকালীন এই সেনাভর্তির ডাক।
আগামী তিন বছরে যা বেড়ে ১ লাখ ৮০ হাজারে দাঁড়াবে।
নতুন সেনা ভর্তির সাম্প্রতিক এই কর্মসূচি চলবে, চলতি এপ্রিল থেকে আগামী জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় রাশিয়া ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হলেও— সামরিক বাহিনী সম্প্রসারণ তাতে বন্ধ হচ্ছে না।
রাশিয়ার নৌবাহিনীর একজন ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির শিমলিয়ানস্কি বলেছেন, নতুন ভর্তি হওয়া সেনাদের ইউক্রেনে লড়তে পাঠানো হবে না।
তবে ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে নতুন সেনাদের যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল রাশিয়া। ওই সময় রাশিয়ার সীমান্তবর্তী এলাকা ও ইউক্রেনে নতুন যোগদান করা সেনাদের অনেক হতাহতের সংবাদও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।