উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট উইকিপিডিয়া। তবে এই ওয়েবসাইটে তারকাদের ভালো মানের ছবির অভাবকে এর অনেক স্বেচ্ছাসেবী সম্পাদকেরা একটি দীর্ঘদিনের সমস্যা বলে চিহ্নিত করেন। খবর বিবিসি'র।
এখানে ব্যবহৃত অনেক বিখ্যাত ব্যক্তির ছবি এতটাই পুরোনো যে, এর জন্য ইনস্টাগ্রামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট পর্যন্ত তৈরি হয়েছে। এসব একাউন্টে উইকিপিডিয়ার সবচেয়ে খারাপ ছবিগুলো শেয়ার করা হয়।
এই সমস্যার মূল কারণ হলো—বড় বড় ফটোগ্রাফি সংস্থার হয়ে কাজ করা পেশাদার আলোকচিত্রীরা সাধারণত চলচ্চিত্রের প্রিমিয়ার বা অন্যান্য অনুষ্ঠানে ছবি তোলেন। কিন্তু তাদের ছবি কপিরাইটের আওতায় থাকে এবং ব্যবহারের জন্য টাকা দিতে হয়। অন্যদিকে, স্বেচ্ছাসেবীদের ওপর নির্ভরশীল উইকিপিডিয়ার জন্য এটি সম্ভব নয়।
এ সমস্যা সমাধানে কিছু উৎসাহী ব্যক্তি 'উইকি পোর্ট্রেটস' নামের একটি প্রকল্প চালু করেছেন। এর মাধ্যমে বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী আলোকচিত্রীদের একটি দল গড়ে তোলা হচ্ছে। তাদের বিভিন্ন চলচ্চিত্র উৎসব, সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যাতে তারা বিনামূল্যে মানসম্পন্ন ছবি তুলতে পারেন।
প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠাতা কেভিন পাইরাভি বলেন, 'উইকিপিডিয়াতে দীর্ঘদিন ধরে অনেক বিখ্যাত ব্যক্তির ছবি নেই বা নিম্নমানের ছবি রয়েছে। এটি আমাদের মতো সম্পাদকদের সবসময়ই ভাবিয়ে তুলেছে।'
তিনি বলেন, টেক্সাসের অস্টিনে তিনি এবং সহ-প্রতিষ্ঠাতা জেনিফার লি এসএক্সএসডব্লিউ উৎসব কভার করছিলেন। তারা সেখানে উইকিপিডিয়ার জন্য বিশেষভাবে একটি ছবি তোলার বুথও স্থাপন করেছিলেন।
জেনিফার লি বলেন, 'অনেকেই উইকিপিডিয়ার নিম্নমানের ছবিগুলো দেখে বিরক্ত হন এবং এ অবস্থার পরিবর্তন চান।'
তিনি মজার ছলে আরও বলেন, 'খারাপ ছবিগুলো এতটাই হাস্যকর যে কিছু ছবিতে মানুষকে যেন অদ্ভুত এক অবয়বে দেখা যায়!'
বিতর্কিত ছবির সংগ্রহ
উইকিপিডিয়াতে ছবি আপলোডের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। প্রতিটি ছবি আপলোডকারীর নিজের হতে হবে অথবা সেটি মুক্ত লাইসেন্সের আওতাভুক্ত কিংবা পাবলিক ডোমেইনে থাকতে হবে।
ফলে উইকিপিডিয়ার অনেক ছবিই অপেশাদার আলোকচিত্রীদের তোলা। প্রায়ই সেগুলো সাধারণ মানের হলেও কিছু ক্ষেত্রে খুবই নিম্নমানের হয়ে থাকে।
এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলেন স্যাটারডে নাইট লাইভ-এর কৌতুক অভিনেতা এমিল ওয়াকিম।
গত বছরের নভেম্বরে এক সপ্তাহের জন্য তার উইকিপিডিয়া পাতায় এমন একটি ছবি ছিল, যা সম্ভবত নিউ ইয়র্কের একটি স্ট্যান্ড-আপ শোতে তোলা। পরে ছবিটি সরিয়ে এক সম্পাদক মন্তব্য করেন, 'এই ছবি থাকার চেয়ে না থাকাই ভালো।'
ইংলিশ ফুটবলার কাইল বার্টলির ২০১১ সালে তোলা একটি ছবিও উইকিপিডিয়ার ছবির মান নিয়ে প্রশ্ন তোলেন।
উইকি পোর্ট্রেটস-এর কার্যক্রম
উইকি পোর্ট্রেটস প্রকল্পটি ২০২৪ সালের শুরুতে কাজ শুরু করে। এখানে অংশ নেওয়া আলোকচিত্রীরা কোনো পারিশ্রমিক পান না। বেশিরভাগই যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও, বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবকও আছে।
জেনিফার লি ও কেভিন পাইরাভি জানান, তাদের সঙ্গে থাকা আলোকচিত্রীরা মূলত উইকিপিডিয়া ব্যবহারকারী, অপেশাদার ফটোগ্রাফার বা ক্যারিয়ার গড়তে আগ্রহী পেশাদাররা।
এ পর্যন্ত ৫৫ জন আলোকচিত্রী উইকি পোর্ট্রেটস-এর জন্য কাজ করেছেন বা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
উইকি পোর্ট্রেটস-এর সঙ্গে ফটোগ্রাফারদের অভিজ্ঞতা
ব্রায়ান বার্লিন উইকি পোর্ট্রেটস-এর অন্যতম আলোকচিত্রী। তিনি নিউ ইয়র্কের একটি হাইস্কুলে ফটোগ্রাফির শিক্ষক এবং পাশাপাশি একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। তিনি প্রথম এই প্রকল্পের সঙ্গে যুক্ত হন এডিনবার্গ ফেস্টিভ্যাল ফ্রিঞ্জে পারফর্ম করার সময়।
তিনি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল ও সানড্যান্সে অংশ নিয়েছেন এবং কিয়েরান কালকিন ও মাইকি ম্যাডিসনের ছবি তুলেছেন। উইকিপিডিয়ার সেবার মান উন্নত করাই ব্রায়ানের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
তিনি বিবিসিকে বলেন, 'কাউকে নিয়ে ভালো মানের ছবি থাকলে উইকিপিডিয়ার তথ্য আরও স্পষ্ট ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।'
পারিশ্রমিক না পেলেও তিনি মনে করেন, এই কাজ তার জন্যও লাভজনক। রেড কার্পেটে কাজ করার অভিজ্ঞতা তাকে আরও দক্ষ ফটোগ্রাফারে পরিণত করেছে। তার অন্যতম প্রিয় অভিজ্ঞতা ছিল 'লর্ড অব দ্য রিংস'-এর তারকা এলিজাহ উডের সঙ্গে।
তিনি বলেন, 'তিনি [এলিজাহ উড] ছিলেন অসাধারণ সদয় একজন মানুষ। তিনি বলেছিলেন, আমরা যা করছি, সেটি সত্যিই দারুণ।'
উল্লেখযোগ্য ইভেন্ট ও উইকি পোর্ট্রেটস-এর সাফল্য
এডিনবার্গ উৎসব, কান চলচ্চিত্র উৎসব ও নোবেল পুরস্কারের মতো বড় বড় আয়োজন ইতোমধ্যে কভার করেছে উইকি পোর্ট্রেটস। বর্তমানে এ প্রকল্পের তোলা ছবি মাসে প্রায় ১০০ মিলিয়ন বার দেখা হয়।
বিনোদন জগতের অনেক তারকার উইকিপিডিয়ার ছবির উৎস এখন উইকি পোর্ট্রেটস। তবে বিখ্যাত ব্যক্তির পাশাপাশি, প্রকল্পটি এমন অনেক নির্মাতার ছবিও তুলেছে, যাদের উইকিপিডিয়ায় আগে কোনো ছবি ছিল না।
চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক ফ্র্যাঙ্ক সান শখের বসে ফটোগ্রাফিও করেন। তিনি উইকি পোর্ট্রেটস-এর জন্য ফ্লোরেন্স পিউ ও বেন স্টিলার-এর ছবি তুলেছেন। নিউ ইয়র্কভিত্তিক এই আলোকচিত্রী কান, সানড্যান্স ও টরন্টো চলচ্চিত্র উৎসবে কাজ করেছেন।
তার স্মরণীয় অভিজ্ঞতার মধ্যে ছিল ফরাসি অভিনেত্রী, লেখক ও পরিচালক লেটিসিয়া ডসচের সঙ্গে কাজ করা।
সান বলেন, "তিনি আমাকে বললেন, 'আমার উইকিপিডিয়া ছবি খুব খারাপ, বহু বছর আগের। আমি এটা আপডেট করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। কারণ আমাকে সার্চ করলে সেই পুরোনো ছবিটাই দেখা যায়।' আমার মতে তিনি খুব খুশি হয়েছিলেন।"
ভবিষ্যৎ পরিকল্পনা
উইকি পোর্ট্রেটস এখন আরও বেশি আন্তর্জাতিক ফটোগ্রাফারকে যুক্ত করতে চায়। এতে করে বিভিন্ন দেশে ইভেন্ট কাভার করা আরও সহজ হবে। খেলাধুলার ছবি তোলার কাজ শুরু হলেও আপাতত ভিডিও কভার করার কোনো পরিকল্পনা নেই। তবে রেড কার্পেটের গ্ল্যামার সবসময়ই প্রকল্পটির জন্য বড় আকর্ষণ।
জেনিফার লি বলেন, 'আমাদের স্বপ্ন হল অফিসিয়ালি মেট গালা ও অস্কারের জন্য অনুমতি পাওয়া। তখনই বুঝব, আমরা সত্যিই সফল।'