গাজায় মঙ্গলবার থেকে এ পর্যন্ত দুই শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

গাজায় ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া পাওলিন বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০০ শিশু নিহত হয়েছে।
চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ইসরায়েলের বিমান হামলা এবং স্থল আক্রমণ তীব্র হওয়ায় মৃতের সংখ্যা বাড়ছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলে ইসরাইলি স্থল সেনা অগ্রসর হওয়ায় ওই অঞ্চলে মানবিক সংকট আরও কঠিন হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল আক্রমণ শুরু করেছে, পাশাপাশি উত্তর গাজার বেইত লাহিয়া এবং কেন্দ্রীয় অঞ্চলের দিকে এগোচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
তবে গাজার সরকারি প্রচার মাধ্যম অফিস অনুমান করেছে, মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এরও বেশি। ধ্বংসস্তূপের নীচে হাজার হাজার লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করায় সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা বেড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে ১,১৩৯ জন নিহতের জেরে এই যুদ্ধ শুরু হয়। সেসময় ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে গাজায় ধরে নিয়ে যায় হামাস।
এর প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল গাজায় একটি ব্যাপক সামরিক অভিযান চালায়, যা ব্যাপক প্রাণহানি এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায় নাগরিকদের মৃত্যুর সংখ্যা বাড়তে দেখে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষত বিপুল সংখ্যক শিশু নিহতের হার নিয়ে।
মানবিক সংস্থাগুলো অবরুদ্ধ গাজার জনগণের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা অবাধ প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে আসছে।