কুরস্কে আকস্মিক সফর পুতিনের, তীব্র হামলার মুখে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী

রাশিয়ার দখলে থাকা কুরস্ক অঞ্চলে বুধবার (১২ মার্চ) আকস্মিক সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে পুতিনকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।
পুতিন ফ্রন্টলাইন সেনাদের বলেন, মস্কোর লক্ষ্য 'যত দ্রুত সম্ভব সম্পূর্ণভাবে কুরস্ক মুক্ত করা'। ইউক্রেনের অপ্রত্যাশিত আগ্রাসনের পর এই প্রথম তিনি পশ্চিমাঞ্চলীয় এলাকাটি সফর করলেন।
পুতিনের সুপরিকল্পিত এই সফর এমন সময়ে হয়েছে, যখন রুশ বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের শেষ প্রতিরোধ বাহিনীর দিকে অগ্রসর হচ্ছে। এর একদিন আগে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনায় কিয়েভ পুরো ফ্রন্টলাইনে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব 'মনোযোগ দিয়ে পর্যালোচনা করছেন'। আগামী কয়েক দিনের মধ্যে মস্কো মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিংয়ের অপেক্ষায় আছে।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, পুতিন কুরস্কে শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়নের আহ্বান জানান এবং রাশিয়া-ইউক্রেন সীমান্তে 'বাফার জোন' তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কুরস্কে ধরা পড়া ইউক্রেনীয় সেনাদের 'সন্ত্রাসী' হিসেবে গণ্য করা উচিত।
গত আগস্টে ইউক্রেন কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে কিছু এলাকা দখল করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে প্রথম কোনো বিদেশি শক্তির স্থল আক্রমণ। এই অভিযানের লক্ষ্য ছিল রাশিয়ার দখলকৃত অঞ্চলের সঙ্গে সম্ভাব্য ভূমি বিনিময় এবং মস্কোর পূর্ব ফ্রন্টের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান আলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদজা শহর থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সিরস্কি তার টেলিগ্রাম বার্তায় লিখেছেন, 'প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো প্রয়োজনে আরও সুবিধাজনক অবস্থানে যেতে কৌশলগত পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে, এটি মনুষ্যবিহীন উপাদান ও আর্টিলারি ফায়ার ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। এ বিষয়ে আমি সব প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।'
তবে তিনি সরাসরি সুদজা থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের ঘোষণা দেননি। তিনি জানিয়েছেন, শহরতলিসহ সুদজার আশপাশের এলাকাগুলোতে সক্রিয় যুদ্ধ চলছে।
কুরস্ক অঞ্চলের অবশিষ্ট এলাকাও ইউক্রেনের হাতছাড়া হতে চলেছে। রুশ সেনারা সেখানে সামনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে মস্কো। গত একদিনে তারা পাঁচটি এলাকা মুক্ত করেছে, যার মধ্যে সুদজা শহরের কেন্দ্রও রয়েছে।
বুধবার বিকেলে ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, শহরের বেশিরভাগ এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনী বিতাড়িত হয়েছে। তবে সিরস্কির বিবৃতি না আসা পর্যন্ত সামরিক কমান্ডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
রুশ সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রথম উপপ্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের ধ্বংস করা হচ্ছে। গত পাঁচ দিনে কুরস্কে রুশ বাহিনী ২৪টি এলাকা এবং ২৫৯ বর্গকিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে।