কুর্স্কে ইউক্রেনীয় বাহিনীকে দ্রুত পরাজিত করার নির্দেশ দিলেন পুতিন

পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলে থাকা বাদবাকী ইউক্রেনীয় সেনাদের দ্রুত পরাজিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব পাওয়া পরে শীর্ষ কম্যান্ডারদের এ নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এসময় তিনি সামরিক উর্দি পরেছিলেন।
বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন তার জেনারেলদের বলেছেন, আমাদের পরবর্তী কাজ হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব, শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করা। একইসঙ্গে সীমান্ত বরাবর একটি নিরাপত্তা জোন তৈরীর ব্যাপারেও আমাদের ভাবতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাপ্রকাশ করেছেন যে, মস্কো শান্তিচুক্তিতে সম্মতি দেবে। নাহলে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াবে ওয়াশিংটন। তাঁর এমন বক্তব্যের পরেই পুতিন এসব কথা বলেছেন।
এসময় রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে বলেন, কুর্স্কের ৮৬ শতাংশ এলাকা থেকে রুশ বাহিনী ইউক্রেনীয়দের তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ, প্রায় ১,১০০ বর্গকিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে।
গেরাসিমভ বলেন, ইউক্রেন চাইছিল কুর্স্কের দখলকৃত এলাকাকে শান্তি আলোচনার দর কষাকষিতে ব্যবহার করবে। একইসঙ্গে পূর্ব ইউক্রেনে অভিযান বন্ধ করে রাশিয়া কুর্স্কে সেনা সমাবেশ বাড়াবে বয়লে প্রত্যাশা করেছিল। কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে।
গত পাঁচ দিনে রুশ সেনারা ২৪টি বসতি ইউক্রেনীয়দের দখলমুক্ত করেছে। এসময় মোট উদ্ধারকৃত এলাকা হলো ২৫৯ বর্গকিলোমিটার।
গত বছরের ৬ আগস্ট সীমান্তে রুশ সীমান্তরক্ষীদের চমকে দিয়ে আকস্মিক এক আক্রমণ অভিযান চালায় ইউক্রেন কুর্স্কে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ড দখলের ঘটনা ঘটে। ইউক্রেন কুর্স্কে প্রায় ১,৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে। ইউক্রেনের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে শান্তি আলোচনার সময় দর কষাকষিতে এই ভূখণ্ডের দখলকে কাজে লাগানোর। একইসঙ্গে, রুশ বাহিনীকে ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে ব্যতিব্যস্ত রাখা।
কিন্তু, এরপরের ৭ মাসে দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে থাকে ইউক্রেন। একের পর এক এলাকা হারিয়ে ইউক্রেনীয় সেনারা এখন একটি নির্দিষ্ট এলাকায় রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়েছে। গত এক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
গত কয়েকদিনে বিদ্যুৎগতিতে সামনে এগিয়েছে রুশ সেনারা, ফলে আর মাত্র ২০০ বর্গকিলোমিটার এলাকাই দখলে আছে ইউক্রেনীয়দের।