চাকা ফেটে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার, আহত ২
চাকা ফেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল রানা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকারটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে মহাখালী লাভ রোডের এক্সিট র্যাম্প পার হওয়ার পর সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে প্রাইভেটকারটি উল্টে যায়।
তিনি আরও জানান, গাড়িতে দুইজন ছিলেন। তাদের কেউই গুরুতর আহত হননি।
এদিকে দুর্ঘটনার কারণে এলিভেডেট এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকা থেকে বনানী পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
তবে ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ রেকার দিয়ে গাড়িটি সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন এসি মো. রাসেল রানা।
