কুর্স্কের বিশাল এলাকা ইউক্রেনের দখলমুক্ত করলো রাশিয়া

কুর্স্ক অঞ্চলের ১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা ইউক্রেনীয় সেনাদের দখলমুক্ত করেছে রাশিয়া। এসময় ১২টি বসতি এলাকা থেকেও তাড়ানো হয়েছে ইউক্রেনীয়দের।
পশ্চিম রাশিয়ার কুর্স্কে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের হটাতে রাশিয়া একটি আক্রমণ অভিযান চালাচ্ছে। যার অংশ হিসেবে, এসব এলাকা আবারো রাশিয়ার নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে মস্কো।
আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'আমাদের নর্থ গ্রুপের সেনা ইউনিটগুলো ১২টি বসতি এবং কুর্স্ক অঞ্চলের ১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা মুক্ত করেছে'।
ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিতে এ অভিযান শুরু করে রাশিয়া। তবে বর্তমানে রুশ বাহিনীর অগ্রযাত্রার মুখে ইউক্রেনীয়রা ঘেরাওয়ের হুমকির মধ্যে পড়েছে। এমন সময়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়া সফলতা পাচ্ছে, যখন ইউক্রেনকে সমরাস্ত্র ও গোয়েন্দা সহায়তা প্রদান বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র সৌদি আরবের রিয়াদে রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য সংলাপও শুরু করেছে। ইউক্রেনকেও চাপ দিয়ে সংলাপে আনা হয়েছে। বর্তমানে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন ইউক্রেনের কর্মকর্তারা।
গত বছরের আগস্টে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুর্স্ক অঞ্চলের ১,৩০০ বর্গকিলোমিটার এলাকা এক ঝটিকা আক্রমণ চালিয়ে দখল করে। ইউক্রেনের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে শান্তি আলোচনার সময় দর কষাকষিতে এই ভূখণ্ডের দখলকে কাজে লাগানোর। একইসঙ্গে, রুশ বাহিনীকে ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে ব্যতিব্যস্ত রাখা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় নাৎসি জার্মানির আগ্রাসনের পর— এটিই ছিল রাশিয়ার মূল ভূখণ্ডের অংশ এভাবে দখলের ঘটনা। এভাবে মস্কোকে চূড়ান্ত অপদস্থ করাও ছিল ইউক্রেনের উদ্দেশ্য, যাতে তারা সফলও হয়।
তবে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই অন্তত ৮০০ বর্গকিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে রাশিয়া। গত কয়েকদিনে রুশ ছত্রীসেনারাও কুর্স্কের লড়াইয়ে অংশ নিচ্ছে। বিমান থেকে ভিন্ন ভিন্ন দিকে অবতরণ করে তাঁরা ইউক্রেনীয় সেনাদের ওপর আক্রমণ চালাচ্ছে। এতে রসদ সরবরাহের লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে চলেছে ইউক্রেনীয়রা।