বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
রাশিয়ার অ্যাবিসিনিয়ান জাতের একটি বিড়ালকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিড়াল হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড ক্যাট ফেডারেশন (ডব্লিউএফসি)। বিড়ালটির নাম ডারলেন ফ্লোয়া ডালমোর ব্ল্যাক।
ডারলেন প্রতিযোগিতায় ১৯ হাজার ৭০০–এর বেশি পয়েন্ট পেয়ে বিশ্বের প্রায় দেড় হাজার বিড়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে থাইল্যান্ডের একটি লোমশ স্কটিশ লংহেয়ার বিড়াল। এটির নাম মেলোডি চার্ম পি'শার্ক। আর তৃতীয় হয়েছে বেলারুশের ব্রিটিশ শর্টহেয়ার বিড়াল মোকি টারলেন লাক্সারি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন বিড়ালটির জন্ম ২০২৪ সালের ১৫ জুন। এটি রাশিয়ান লাক্সারি ক্লাবের সদস্য। প্রতিযোগিতায় সেরা ১০টি বিড়ালের মধ্যে আরও চারটি বিড়াল রাশিয়ার এবং একটি বেলারুশের।
ওয়ার্ল্ড ক্যাট ফেডারেশন ১৯৮৮ সালে ব্রাজিলের পেট্রোপলিস শহরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের প্রায় ২৮০টি সংগঠন এর সঙ্গে যুক্ত। এই সংস্থা বিভিন্ন দেশের ক্লাবগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে এবং পশু কল্যাণের মান উন্নত করতে কাজ করে।
