রাশিয়ার কুর্স্কের বাকি অংশেরও দখল হারাতে বসেছে ইউক্রেন
অনেক কষ্টে দখল করা রাশিয়ার কুর্স্ক অঞ্চলের অবশিষ্ট এলাকাও ইউক্রেনের হাতছাড়া হতে চলেছে। রুশ সেনারা সেখানে সামনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে মস্কো। উভয়পক্ষের সামরিক ব্লগাররাও বলছেন, ইউক্রেনীয় সেনারা এখন পিছু হটছে।
আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনাবাহিনী আরও পাঁচটি গ্রাম দখল করেছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ-ও জানান যে, (কুর্স্কে) যুদ্ধের গতিশীলতা মস্কোর জন্য খুবই ভাল বা অনুকূলে রয়েছে।
সুদজা নামক ছোট মফস্বলের কাছে কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভের সেনারা। রুশ বাহিনী এর আগে তাঁদের ঘেরাও করে ফেলেছিল। রাশিয়ার সামরিক ব্লগারদের প্রকাশ করা সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে, সুদজার কেন্দ্রস্থলে রাশিয়ান ফেডারেশনের পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে রুশ সেনারা। ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেন সীমান্তের কাছেই অবস্থিত সুদজা। সীমান্ত এই শহরের কাছেই রয়েছে একটি মহাসড়ক, যা দিয়ে ইউক্রেন থেকে কুর্স্কে রসদ পরিবহন করা হতো। সুদজার নিয়ন্ত্রণ হারালে, ইউক্রেনের সরবরাহ লাইন পুরোপুরি বিচ্ছিন্ন হবে।
গত বছরের আগস্টে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুর্স্ক অঞ্চলের ১,৩০০ বর্গকিলোমিটার এলাকা এক ঝটিকা আক্রমণ চালিয়ে দখল করে। ইউক্রেনের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে শান্তি আলোচনার সময় দর কষাকষিতে এই ভূখণ্ডের দখলকে কাজে লাগানোর। একইসঙ্গে, রুশ বাহিনীকে ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে ব্যতিব্যস্ত রাখা।
কিন্তু, এরপরের ৭ মাসে দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে থাকে ইউক্রেন। একের পর এক এলাকা হারিয়ে ইউক্রেনীয় সেনারা এখন একটি নির্দিষ্ট এলাকায় রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়েছে। গত এক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
তবে ইউক্রেনের সেনাপ্রধান কুর্স্কে তাঁর সেনাদের ঘেরাওয়ের মধ্যে পড়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সেনারা আরও ভালো প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে।
তবে ভিন্ন কথাই জানাচ্ছেন ইউক্রেনের সামরিক ব্লগাররা। স্কাদোভস্কি ডিফেন্ডার নামের একজন ব্লগার তাঁর টেলিগ্রামে পোস্টে জানান, "ইউক্রেনের সেনারা কুর্স্ক ছেড়ে চলে যাচ্ছে। শুক্রবার নাগাদ সেখানে আরও কোনো ইউক্রেনীয় সেনা থাকবে না।"
ওই একই চ্যানেলে জানানো হয়, সুদজায় ভারী আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেন।
সেনাদের পিছু হটার সময় কাভারিং ফায়ার হিসেবে শত্রুর ওপর ব্যাপক গোলাবর্ষণের কৌশল রয়েছে। তিনি হয়তো সেদিকেই ইঙ্গিত করেছেন।
গোলার আঘাতে সুদজার উত্তরপূর্বে বুধবার চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছেন অঞ্চলটির রুশ গভর্নর।
এদিকে রাশিয়ার স্বতন্ত্র একজন বিশ্লেষক রুসলান লেভিভ বলেছেন, ইউক্রেনের অনুপ্রবেশ শেষ হওয়ার পথে।
তিনি বলেন, "হয়তো আজকেই এই কাহিনির ইতি হবে। হয়তো আরও কয়েকদিন সীমান্তবর্তী কিছু গ্রামের দখল ধরে রাখার চেষ্টা করবে ইউক্রেনীরা। কিন্তু, সার্বিকভাবে কুর্স্কে তাদের দখল শেষ হতে যাচ্ছে, ইউক্রেনীয় সেনারা ফিরে যাচ্ছে।"
