লক্ষ্মীপুরে হোটেলে ব্যবসায়ীর অভিযান, রমজানে পানাহার করা ব্যক্তিদের কান ধরে ওঠাবসা করালেন

লক্ষ্মীপুর সদরে আজ (১২ মার্চ) দুপুরে রমজান মাসে দিনে দোকানে বসে পানাহার করা কয়েকজন মানুষকে কান ধরে ওঠা-বসা করতে বাধ্য করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।
বুধবার (১২ মার্চ) দুপুরে শহরেরর থানা রোডে বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এ কাজ করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিও নিয়ে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ ও তার সহযোগীরা হাতে লাঠি নিয়ে কাপড় দিয়ে ঢাকা একটি রেস্তোরাঁয় ঢুকেছিলেন। এসময় তিনি দোকানে বসে পানাহার করা ব্যক্তিদের অপমান করেন এবং বয়জ্যেষ্ঠসহ দোকানে উপস্থিত কয়েকজনকে কান ধরে বসে ওঠা-বসা করতে বাধ্য করেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) সঙ্গে আলাপকালে আজিজ রোজা না রাখায় মানুষকে কান ধরে বসে ওঠা-বসা করতে বাধ্য করার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, 'মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি।'
তিনি আরও বলেন, 'এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরূপ কানে ধরানো হয়েছে।'
'জনগণকে শাস্তি দেওয়ার' এখতিয়ার তার নেই বলে দৃষ্টি আকর্ষণ করা হলে আজিজ বলেন, 'দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান' বলেই তিনি এ কাজ করেছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, 'ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।'